মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র কেনার চুক্তি করেছে সউদী আরব। সউদী বাদশাহ সালমানের ঐতিহাসিক মস্কো সফরের সময় বেশ কয়েকটি চুক্তির মধ্য দিয়ে এসব সমরাস্ত্র কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে অন্যতম রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও সউদী বাদশাহর বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুসারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছাড়াও সউদী আরব রাশিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি রকেট লঞ্চার ক্রয় করা হবে। সউদী আরবের সামরিক শিল্প প্রতিষ্ঠান সউদী অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ (এসএএমআই) জানিয়েছে, সউদী আরবের সেনাবাহিনী ও সামরিক ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব চুক্তি। প্রথম সউদী বাদশাহ হিসেবে বৃহস্পতিবার রাশিয়ার মস্কোতে পৌঁছান সালমান। সফরে মস্কো ও রিয়াদের মধ্যে হাজার কোটি ডলারের বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি হয়েছে। এতে উভয় দেশের অর্থনীতি গতি পাবে বলে জানিয়েছেন নেতারা। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।