Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ে সেন্ট্রাল আমেরিকায় ২২ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গ্রীষ্মমÐলীয় ঝড় নেটের আঘাতে সেন্ট্রাল আমেরিকায় অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। ঝড়টি ক্রমশ শক্তি সঞ্চয় করে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের গল্ফ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ফ্লোরিডা থেকে টেক্সাস পর্যন্ত জনগণকে ঝড়ের প্রস্তুতি নিতে বলেছেন। ফ্লোরিডার ২৯টি কাউন্টি ও নিউ অর্লিন্স নগরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার নেটের আঘাতে নিকারাগুয়ায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে আরও সাতজন। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো। নিকারাগুয়ায় কোথাও কোথাও ৫১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। কোস্টারিকার জরুরি উদ্ধারকর্মীরা জানান, ঝড়ে সেখানে দুই শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন, প্রায় সাত হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিধসের কারণে কোস্টারিকার অনেক জায়গায় সড়ক বন্ধ হয়ে গেছে। কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবরও পাওয়া গেছে। হন্ডুরাসে ঝড়ের সঙ্গে নদী থেকে উঠে আসা প্রকাÐ ঢেউয়ে দুই তরুণ ভেসে গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ