রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে অগ্নিকা-ে ৭ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকা-ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা গেছে, গতকার বুধবার ভোর ৪টার দিকে সাহাপাড়া রাজারে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে শিবগঞ্জ ফায়ার সার্র্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে ৭ দোকান-ঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবুল হাসান জানান, বৈদ্যুতিক শট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকা-ে দোকানের মালিক শ্রী স্বপন কুমার, পিন্টু, স্বাধীন, মাহবুব, সাদিকুল ও মনিরুলের প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্থ দোকানদারদের ক্ষতির পরিমাণ আরো বেশি বলে দাবি করেন। এতে ক্ষতিগ্রস্থ সাদিকুলের ক্ষতির পরিমান ২ লাখ টাকা, স্বাধীনের ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা, মোহবুলের প্রায় ১০ লাখ টাকা, স্বপনের প্রায় ২ লাখ টাকার পিন্টুর ক্ষতি ২ লাখ টাকা ও মনিরুলের ৩ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।