রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রার্থীদের নোটিশ করা হলেও প্রার্থীরা নোটিশ অমান্য করায় জনমনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী পুলিশের দল নিয়ে উপজেলার বড়দল, খাজরা, আনুলিয়া ও প্রতপনগর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যবহৃত পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় এবং আনুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম লিটনের পক্ষে বিভিন্ন সড়কে নির্মিত একাধিক তোরণ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য ১৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানান। কিন্তু নোটিশ প্রাপ্তির পর ৩ দিন অতিবাহিত হলেও কোন তোরণ অপসারণ করা হয়নি। এছাড়া উপজেলার অধিকাংশ ইউনিয়নে কমবেশি মানুষের শ্লোগান সহকারে পায়ে হেঁটে মিছিল, মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যান নিয়ে মিছিল করা হচ্ছে। দেয়ালে, পিলারে, গাছে সাঁটানো হয়েছে পোস্টার। রাত ৮টার পরেও মাইকে প্রচার কাজ চালানো হচ্ছে। ফলে সাধারণ ভোটার এবং অনেক প্রার্থীরা ও সমর্থকরা সুষ্ঠু নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।