পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাকিস্তানে বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশে সৃষ্টি করতে চায় বিএনপি।
আজ শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, বিএনপির সব কথাই মনগড়া। প্রধান বিচারপতি শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন। বিচারপতি তার নিজের চিঠিতেও এটি উল্লেখ করেছেন। এ জন্যই তাঁর ছুটি মঞ্জুর হয়েছে। এ নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। প্রধান বিচারপতির ছুটি নিয়ে এ দেশে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা।
নৌপরিবহন মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি। কোনো দিনই দেশের মানুষ এটি করতে দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।