Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে নির্বাচন কমিশন গঠন

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সংশোধনী গঠনতন্ত্র নিয়ে কোনোই বিরোধিতা হয়নি। ফলে নির্বিগ্নেই পাস হয়েছে তা। যে কারণে বিসিবির সংশোধনী গঠনতন্ত্র বুধবার অনুমোদন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবির আনা এই গঠনতন্ত্রে কোনো পরিবর্তন-পরিবর্ধন বা পরিমার্জন করেনি এনএসসি। সংশোধিত গঠনতন্ত্র হুবহু অনুমোদন করে তা পুনরায় বিসিবিতে পাঠায় তারা। এনএসসির অনুমোদন পেয়ে বুধবারই জরুরি সভায় বসে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সভায় ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব রেখে তা এনএসসি বারবার পাঠানো হয়েছে। এখন এনএসসির অনুমোদন পেলেই নির্বাচন কমিশন গঠনের কাজ শুরু করবে বিসিবি।
আগের গঠনতন্ত্রে নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার ছিল এনএসসি হাতে। কিন্তু নতুন সংশোধনী গঠনতন্ত্রে সেই ক্ষমতা এখন বিসিবির। পাঁচ সদস্যের যে নির্বাচন কমিশন গঠন হবে তাতে প্রধান থাকবেন ক্রীড়া সচিব। এছাড়া কমিটিতে এনএসসি, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে ও আইনী পরামর্শক হিসেবে একজন করে থাকবেন। এবং কমিশনের অন্য সদস্যটি হবেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। এই পাঁচজন মিলে বিসিবি নির্বাচনে কাজ করবেন। বিষয়টি মিডিয়াকে জানাতে গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবি। এতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা একটা নির্বাচন কমিশন গঠন করে এনএসসির কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছি। তারা অনুমোদন দিলেই নির্বাচন সংক্রান্ত কাজগুলো শুরু করা যাবে। কমিশন স্বাধীন ভাবে নির্বাচন পরিচালনা করবে।’
বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ১০ অক্টোবর। নির্বাচিত বর্তমান কমিটি ১৭ অক্টোবর প্রথম সভায় মিলিত হয়। সেই হিসেবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মেয়াদ আছে পাপনের নেতৃতাধীন বর্তমান কমিটির। তবে পাপন আগেই মিডিয়াকে জানান, কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৬ কার্য দিবসের মধ্যে নতুন নির্বাচনী কাজ সম্পন্ন করতে হবে। তাই কাল বিসিবি সভাপতির কাছে মিডিয়ার প্রশ্ন ছিলো- নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তরে পাপন বলেন,‘আমরা দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা করি ১৭ অক্টোবর। সেই হিসেবে আমাদের মেয়াদ শেষ হবে চলতি মানের ১৭ তারিখে। আশাকরি দ্রæতই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ