Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও ঢাকার চোখ শিরোপায়

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চার আসর ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী মাসে শুরু হবে পঞ্চমটি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। এবারও তাদের চোখ শিরোপায়। এ লক্ষ্যেই ঢাকা ডাইনামাইটস পঞ্চম আসরকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে। বিদেশীদের পাশাপাশি ভালোমানের স্থানীয় ক্রিকেটারও দলে ভিড়িয়েছে তারা। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলের আগের চার আসরের মধ্যে তিনটিরই চ্যাম্পিয়ন ঢাকা। প্রথম দু’আসরে ঢাকা গøাডিয়েটর্স এবং গতবার ঢাকা ডাইনামাইটস নামে বিপিএলে সেরার খেতাব জিতে দলটি। ম্যাচ ফিক্সিং কেলেংকারিতে জড়িত থাকায় ঢাকা গøাডিয়েটর্সের ফ্রাঞ্চাইজি বাতিল হলে বেক্সিকো গ্রæপ গত বছর ঢাকা ডাইনামাইটস নামে নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে আসে টুর্নামেন্টে। পঞ্চম আসরকে সামনে রেখে গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে লোগো এবং জার্সি উšে§াচন অনুষ্ঠান শেষ করেছে ঢাকা ডায়নামাইটস। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রাঞ্চাইজির চেয়ারম্যান শায়ান এফ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ওবেদ আর নিজাম, প্রধান কোচ ও বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন এবং দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশী খেলোয়াড়রা এখনো ঢাকায় এসে পৌঁছাননি। তাছাড়া চলমান জাতীয় লিগ (এনসিএল) এবং জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় লোগো এবং জার্সি উšে§াচন অনুষ্ঠানে ডাইনামাইটসের সকল খেলোয়াড় উপস্থিত হতে পারেননি। ছুটিতে থাকায় সাকিব এবং চোখের ইনজুরিতে জাতীয় দলের বাইরে থাকা ঢাকা ডায়নামাইটসের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আসন্ন বিপিএলে ঢাকার হয়ে মাঠ কাঁপাবেন নাদিফ চৌধুরী, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফদের মতো প্রতিভাবান স্থানীয় ক্রিকেটাররা। পাশাপাশি এবার বিদেশীদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে খেলবেন শহিদ আফ্রিদী, মোহাম্মদ আমির, শেন ওয়াটসন, কুমার সাঙ্গাকারা, সুনিল নারিন, এভিন লুইস, রভম্যান পাওয়েলদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা। এবারের দল নিয়ে বেশ সন্তুষ্ট ঢাকা ডাইনামাইটসের চেয়ারম্যান শায়ান এফ রহমান। তিনি বলেন, ‘এবার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হবে। আমাদের দল বেশ শক্তিশালী হয়েছে। চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার চাপ তো থাকবেই। তবে আমি খেলোয়াড়দের আশ্বাস দিচ্ছি তাদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং তারা মাঠে চাপমুক্ত থেকেই খেলবেন।’ প্রধান কোচ খালেদ মাহমুদ বলেন, ‘চ্যাম্পিয়ন দলে প্রেসার থাকবেই। সব দলেরই থাকে। আমরা এবার বেশ ভালো দল গঠন করেছি। গত চারটি এডিশনের চেয়ে এবারের টুর্নামেন্ট আরো আকর্ষণীয় হবে।’
ঢাকা ডায়মাইমাটসের আইকন খেলোয়াড়ই শুধু নন. দলের অধিনায়কও সাকিব। স্বভাবিকভাবেই তার কাছে প্রশ্ন ছিল বিপিএল নিয়ে কি ভাবছেন তিনি? এর উত্তরে সাকিব বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। মাঠে ভয়হীন ক্রিকেট খেলতে হবে। আমার দেখা ঢাকা হচ্ছে সবচেয়ে সেরা ফ্রাঞ্চাইজি। দল গঠনে অনেক পরিশ্রম করেছেন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা। সেরা দলই গঠন হয়েছে এবার। ভালো মানের বিদেশীদের পাশাপাশি দেশের বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবার ঢাকার। তাই মাঠে সেরা পারফরমেন্স করে শিরোপা ধরে রাখতে চাই আমরা।’
জাতীয় দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত, সাকিব তখন ছুটিতে রয়েছেন। তবে ছুটিতে ঘরে শুয়ে বসে দিন কাটাননি বিশ্বসেরা অলরাউন্ডার। বেশ কিছু সামাজিক কাজও করেছেন এরই মধ্যে। কেমন কেটেছে ছুটি- এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘ব্রেকটা ভালো ছিল। ব্যস্ততায় সময় কেটেছে। এ ব্রেকটা ভবিষ্যতে আমাকে আরও ভালো খেলতে সহায়তা করবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ