নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার জাতীয় হকি দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, ‘সারা দেশের দৃষ্টি থাকবে তোমাদের দিকে। এশিয়া কাপে এশিয়ার সেরা আটটি দেশ খেলবে। টুর্নামেন্টে তোমাদের জিততেই হবে।’ গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা বৗাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি কথাগুলো বলেন। এসময় দলের প্রধান কোচ মাহবুব হারুন ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জানান, তারা এশিয়া কাপে সেরা পারফরমেন্স করতে প্রস্তুত আছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির, সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসেক মো. আলী এবং ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
এয়ার মার্শাল আবু এসরার আরও বলেন, ‘এক ম্যাচ হারলেই মনে করতে হবে পরের ম্যাচে জিততেই হবে। মনোবলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে মাঠে ব্যক্তিগত স্কোরের দিকে না তাকিয়ে দলীয়ভাবে খেলতে হবে। টিম হিসেবে খেললেই অসাধ্যকে সাধন করা সম্ভব।’ নির্বাচকদের দৃষ্টি আকর্ষন করে বিমান বাহিনী প্রধান বলেন, ‘যে ফিট থাকবে তাকে অবশ্যই খেলাতে হবে। ফিট থাকা খেলোয়াড়রা যেন বসে না থাকে।’ জিমি বাহিনীকে উপদেশ দিয়ে আবু এসরার বলেন, ‘ধরে নিতে হবে কোন দেশের তুলনায় আমরা পিছিয়ে নেই। কেবল ষষ্ঠস্থান নয়, সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলতে পারবো না কেন।’ হকির উন্নয়নের জন্য ফেডারেশনের সভাপতির কথা, ‘ক্লাব কর্মকর্তা এবং কার্যনির্বাহী কমিটির মধ্যে দ্ব›দ্ব থাকলে তা অবশ্যই খেলার উপর এসে পড়বে। আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে, বছরে একটি করে সাত বছরে বিকেএসপির সাতটি শাখায় টার্ফ দেন। এরপর আট বিভাগে আটটি টার্ফ প্রয়োজন হবে। তাহলেই দেশে হকির জাগরন তৈরী হবে।’ এ অনুষ্ঠানেই এশিয়া কাপের জন্য জাতীয় দলের জার্সি উন্মোচন করেন আবু এসরার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।