Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলাভঙ্গের দায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত লঙ্কান দলে জায়গা হয়নি গুনাথিলাকার।
ইএসপিএনক্রিকইনফো জানায়, গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দলের একটি অনুশীলন সেশন মিস করেন গুনাথিলাকা। সেই সাথে অনুশীলনে ও ম্যাচ চলাকালীন সময়ে অখেলোয়াড়সুলভ আচরণও করেন তিনি। তাই গুনাথিলাকার বিপক্ষে শাস্তি হিসেবে ছয় ওয়ানডে নিষেধাজ্ঞা এনেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
চলতি বছর ১২ ওয়ানডেতে ৪২.৪১ গড়ে ৫০৯ রান করেছেন গুনাথিলাকা। এরমধ্যে ছিল চারটি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ