Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাটে নির্মিত হচ্ছে মোদি মন্দির ৩০ কোটি রুপিতে

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে উত্তর প্রদেশের মিরাট জেলায় একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। এ মন্দিরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি রুপি। গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানায়, এ মন্দির মিরাটের সারধানা এলাকায় নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মন্দিরে থাকবে মোদির ১শ’ ফুট উচ্চতার একটি মূর্তি। ২৩ অক্টোবর ভূমি পূজা ও ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে এর নির্মাণ কাজ শুরু হবে। এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে। মোদির অনুসারী এবং সমর্থক, উত্তর প্রদেশের অবসরপ্রাপ্ত প্রকৌশলী জেপি সিং এই মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কেন মোদির মূর্তি নির্মাণ করা হচ্ছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি মোদির নীতি গত এক দশক ধরে পছন্দ করি। আমি যখন চাকরিতে ছিলাম তখন তার (মোদি) কারণে আমি যেকোন কিছু করতে পারতাম। জেপি সিং আরো বলেন, প্রধানমন্ত্রী মোদির মতো একজন দেশপ্রেমিকের জুড়ি মেলা ভার। ভারতের প্রতি তার ভালোবাসার কোনো তুলনা হয় না। তিনি গোটা দেশে উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব এনেছেন। তাই তার মতো একজন মহান ব্যক্তির আরাধনা করা উচিত। উল্লেখ্য, এর আগে ২০১৫ সাল থেকে গুজরাটের রাজকোট শহরে একটি মন্দিরের গর্ভগৃহে মোদির মূর্তি বসানো হয়। সেখানে এখনো আরাধনা করা হয়। আউটলুক ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ