Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন টিলারসন

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে, পদত্যাগ করছেনÑ গণমাধ্যমে প্রকাশিত এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এক সংবাদ সম্মেলনে টিলারসন বলেছেন, হোয়াইট হাউসের প্রতি তার অঙ্গীকার আগের মতই দৃঢ়। যতদিন প্রয়োজন হবে ততদিনই দায়িত্বে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। পদত্যাগের চিন্তাভাবনা করেছিলেন, গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর এই সংবাদ সম্মেলন ডাকা হয় বলে জানিয়েছে বিবিসি। এনবিসির এক প্রতিবেদনে হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে বলা হয়, জুলাই মাসে পদত্যাগের চিন্তাভাবনা করেছিলেন টিলারসন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তখন প্রেসিডেন্টের সঙ্গে উত্তেজনা কমাতে টিলারসনকে পরামর্শ দিয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়। এর প্রতিক্রিয়ায় টিলারসন বলেন, পররাষ্ট্রমন্ত্রী পদে থাকতে ভাইস প্রেসিডেন্ট আমাকে কখনোই প্রভাবিত করেননি, কারণ আমি কখনোই পদ ছেড়ে দেওয়ার চিন্তা করিনি। পদত্যাগের বিষয় উড়িয়ে দিলেও ট্রাম্পকে নির্বোধ বলেছিলেন বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হলেও তা নিয়ে কোনো মন্তব্য করেননি টিলারসন। এই ধরনের ছোটখাটো বিষয়ের মোকাবেলা করবো না, সংবাদ সম্মেলনে বলেন তিনি। টিলারসন বলেন, ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে বাধা দিয়ে নিজেদের কাজ হাসিল করতে গিয়ে অনেকেই মতদ্বৈধতার বীজ বপন করছে। ওয়াশিংটনে নতুন হলেও তিনি কখনো এভাবে কাজ করেননি, ভবিষ্যতেও করবেন না বলে মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সর্বশেষ রোববার টিলারসনকে নিয়ে টুইট করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর টুইটে ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে সময় নষ্ট না করতে টিলারসনকে পরামর্শ দেন। শক্তি বাঁচাও রেক্স, যা করার দরকার তাই আমরা করবো, ট্রাম্পের এই টুইটে পররাষ্ট্রমন্ত্রীর কাজকে খাটো করা হয়েছে বলেও অনেক বিশেষজ্ঞের ধারণা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ