মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যৌথভাবে টহল দেওয়ার সময় চোরাগোপ্তা হামলায় নাইজারের পাঁচ সৈন্য এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের তিন সেনা নিহত হয়েছেন। গত বুধবারের এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আরো তিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন নাইজার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আল কায়েদা থেকে শুরু করে ইসলামিক মাগরেব (একিউআইএম) এবং ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহীদের উপস্থিতি আছে এমন একটি এলাকায় ‘গ্রিন ব্যারে’ নামে পরিচিত স্পেশাল ফোর্সের সেনারা নিয়মিত টহলে থাকার সময় হামলার শিকার হয়। তবে কারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীগুলোর ওপর হামলা চালিয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি। যৌথ বাহিনীর ওই সেনারা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কোনো জিম্মি উদ্ধারের জন্য ওই এলাকায় টহল দিচ্ছিল না বলেও জানিয়েছেন তিনি। নাইজার-মালির সীমান্তে একটি প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা হয়েছে, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের (আরএফআই) এমন খবরের পর তা নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের এক মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও নাইজারের যৌথ টহল দল দক্ষিণ-পশ্চিম নাইজারে শত্রæপক্ষের গুলিবর্ষণের শিকার হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।