মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলাকারী স্টিফেন প্যাডকের প্রেমিকা মারিলু ড্যানলি জানিয়েছেন, প্যাডকের পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তিনি প্যাডককে ভালো মনের, যতœশীল এবং শান্ত স্বভাবের বলে উল্লেখ করেছেন। বিবিসি জানিয়েছে, প্যাডক গোপনীয় জীবনযাপন করতেন বলে পুলিশ মন্তব্য করার কয়েক ঘণ্টা আগে ড্যানলি এ কথা বলেন। গত বুধবার এফবিআইয়ের সঙ্গে কথা বলার সময় ড্যানলি লাস ভেগাসে ভয়াবহ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে ড্যানলি এক বিবৃতি দেন যা তার আইনজীবী পড়ে শোনান। এতে তিনি বলেন, প্যাডক তাকে কিছুই বলেননি বা এমন কিছু করেননি, যা থেকে তিনি বুঝতে পারতেন কী হতে যাচ্ছে। ড্যানলি আরো বলেন, আমি তাকে ভালোবাসতাম এবং ভবিষ্যতে তার সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপনের আশা করেছিলাম। মার্কিন কর্মকর্তারা বলেন, তদন্তকারী কর্মকর্তাদের আগ্রহের কেন্দ্রে ছিলেন ড্যানলি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।