Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু সমঝোতার প্রতি অবিচল থাকবে রাশিয়া

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ইরান তার পরমাণু সমঝোতার সব ধারা মেনে চলছে বলে রাশিয়া এই সমঝোতা বাস্তবায়নে নিজের সমর্থন অব্যাহত রাখবে। রাশিয়ার জ্বালানী সপ্তাহ উপলক্ষে গত বুধবার মস্কোয় এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় পুতিন এ কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বলেছে, পরমাণু সমঝোতায় দেয়া সবগুলো প্রতিশ্রæতি ঠিকমতো পালন করেছে তেহরান। আমরা আইএইএ’র এই পর্যবক্ষেণকে আমলে নিয়ে এই সমঝোতার প্রতি সমর্থনে অবিচল থাকব। রুশ প্রেসিডেন্ট বলেন, কোন কোন পক্ষ এই পরমাণু সমঝোতা মেনে চলছে আর কে চলছে না সে ঘোষণা আসতে হবে আইএইএ’র পক্ষ থেকে। বক্তৃতার অন্য অংশে ইরাক থেকে কুর্দিস্তানকে আলাদা করার প্রচেষ্টার কথা উল্লেখ করে পুতিন বলেন, বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরান নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপে সম্মত হয়। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় পাশ্চাত্য। আরটি,তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ