Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১:১২ এএম

জৈবকণার প্রতিচ্ছবি ধারণের নতুন কৌশল উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। পুরস্কারপ্রাপ্ত গবেষকরা হলেন- রিচার্ড হেন্ডারসন, জোয়াকিম ফ্যাংক এবং জ্যাক দুবাশে। ক্রায়ো ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগে জৈবকণার চিত্রধারণ আরও উন্নত ও সহজ করে তুলেছেন ওই তিন বিজ্ঞানী। ১৯০১ সাল থেকে রসায়নে নোবেল পুরস্কার পাওয়ার গৌরব অর্জনকারী ১৭২ জনের তালিকায় যুক্ত হলেন এ তিন গবেষক। রসায়নে নোবেল বিজয়ীর সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে।
নোবেল বিজয়ীদের মধ্যে জ্যাক ডাবোশেট কাজ করেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লৌসানেতে। রিচার্ড হেন্ডারসন একজন স্কটিশ হলেও কাজ করেন যুক্তরাজ্যের কেমব্রিজের এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজিতে। অন্যদিকে জার্মান বংশোদ্ভূত বিজ্ঞানী জোয়াকিম ফ্র্যাংক যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গতকাল স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, তাদের গবেষণা অণু বিভাজন প্রক্রিয়ার মধ্যে অচিরেই জীবনের জটিল কলকব্জার নিখুঁত ও বিস্তারিত প্রতিচ্ছবি পাওয়ার সুযোগ তৈরি করেছে। ক্রায়ো ইলেকট্রনিক মাইক্রোস্কোপির উন্নয়নে অসামান্য অবদানের জন্য এই তিনজন বিজ্ঞানী এবারের নোবেল পুরস্কারে ভূষিত হলেন। এ পদ্ধতি প্রাণরসায়নের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি নিয়ে আসবে।
পুরস্কার হিসেবে ওই তিন বিজ্ঞানী ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনার (৯ লাখ ৩১ হাজার মার্কিন ডলার) নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।
গত বছর মলিকুলার মেশিনস বা আণবিক যন্ত্রের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় তিন বিজ্ঞানী রসায়নে নোবেল জিতে নেন। তারা হলেন- স্কটল্যান্ডের স্যার ফ্রেশার স্টডডার্ট, জাঁ ফ্রান্সের পিয়েরে সভেজ ও নেদারল্যান্ডসের নাগরিক বার্নাড ফেরিঙ্গা ।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী আজ (বৃহস্পতিবার) শান্তি এবং ৯ অক্টোবর অর্থনীতিতে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ