Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ নির্বাচন কমিশন গঠন

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সাধারণ সভায় সংশোধনী গঠনতন্ত্র নিয়ে কোনোই বিরোধিতা হয়নি। ফলে নির্বিগ্নেই পাস হয়েছে তা। যে কারণে বিসিবির সংশোধনী গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল সংশোধনী গঠনতন্ত্র অনুমোদনের সঙ্গে সঙ্গে আজ নির্বাচন কমিশন গঠন হবে বলে জানায় এনএসসি। বিসিবির সংশোধনী গঠনতন্ত্র অনুমোদন নিয়ে এনএসসির ভারপ্রাপ্ত সচিব মো: শহিদুল্লাহ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে গঠনতন্ত্র আমাদের পাঠিয়েছে, আমরা হুবহু তাই অনুমোদন দিয়েছি। অনুমোদনের ক্ষেত্রে মহামান্য আদালতের যে দিক নির্দেশনা ছিল তা আমরা অনুসরণ করেছি।’
এদিকে বিসিবির বিশ্বস্ত একটি সুত্র জানায়, সংশোধনী গঠনতন্ত্র অনুমোদন পাওয়ার পর আজ এক সভায় বসবে বিসিবির পরিচালনা পর্ষদ। আর সেখানেই নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ক্রীড়াসংস্থাগুলোকে চিঠি দেয়া হবে কাউন্সিলরদের নাম পাঠানোর জন্য। এরই মাধ্যমে শুরু হবে বিসিবির বহুল আলোচিত নির্বাচন কার্যক্রম। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আজ জরুরি সভা ডেকে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করতে চান তিনি। কমিশন গঠন প্রসঙ্গে পাপন সাংবাদিকদের বলেন, ‹আমরা কালকে (আজ) জরুরি একটা বোর্ড মিটিং ডেকেছি। মিটিংয়ে বসে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিব। তা গঠনের পরই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে আর কীভাবে হবে। আমরা শিওর না, তবে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের ইচ্ছা আমাদের।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ