Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা যেকোনো সময়

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : স্বায়ত্তশাসিত কাতালোনিয়া অঞ্চলের নেতা ও প্রেসিডেন্ট চার্লস পুইগডিমন্ট জানিয়েছেন, স্পেন থেকে আলাদা হয়ে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা কয়েক দিনের বিষয়মাত্র। গণভোটের পর প্রথম দেয়া সাক্ষাৎকারে বিবিসিকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে তার সরকার কাজ শুরু করবে। এদিকে, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ গণভোট আয়োজনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গণভোটের আয়োজকরা নিজেদের আইনের বাইরে নিয়ে গেছেন। স্পেনের পরিস্থিতিকে খুবই চরম উল্লেখ করে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, ভোটের সময় স্প্যানিশ পুলিশের সহিংসতার বিরুদ্ধে গত মঙ্গলবার হাজার হাজার কাতালান বিক্ষোভ করেছে। তাদের ধর্মঘটে অচল হয়ে যায় কাতালোনিয়া অঞ্চল। বিবিসি।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট তালাবানির ইন্তেকাল
ইনকিলাব ডেস্ক : ইরাকের সাবেক প্রেসিডেন্ট ও প্যাট্রিয়নিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির নেতা জালাল তালাবানি জার্মানিতে ইন্তেকাল করেছেন। স¤প্রতি ইরাকের কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোটের আগে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে ৮৩ বছর বয়সী তালাবানিকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। জালাল তালাবানি ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের সাবেক নেতা সাদ্দাম পরবর্তী যুগের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। আলোচনার মাধ্যমে বিভিন্ন সংকট নিরসনে অত্যন্ত দক্ষ ছিলেন তালাবানি। বহুবার ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও গোত্রের মধ্যকার দ্ব›দ্ব ও বিরোধ মিটিয়েছেন তিনি। জালাল তালাবানি ১৯৩৩ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের পাহাড়ি গ্রাম কালকানে জন্মগ্রহণ করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ