Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে বোমা হামলায় ৪ সেনা নিহত

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ইরান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দি জঙ্গিদের বোমা হামলায় চার সেনা নিহত এবং আরো পাঁচ সেনা আহত হয়েছে। গতকাল বুধবার তুরস্কের সংবাদ মাধ্যম হুরিয়াত অনলাইন তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির হাক্কারি প্রদেশের ইয়াকসেকোভা জেলায় এ বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণের পর সে এলাকায় প্রচুর সংখ্যায় সাঁজোয়া যানবাহন পাঠিয়ে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জঙ্গিদের ধরতে অভিযান চালানো হয় । রয়টার্স।

সিরিয়ায় নুসরা ফ্রন্টের ১২ কমান্ডার নিহত
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার উগ্রপন্থী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের ১২ কমান্ডার নিহত এবং তাদের নেতা গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেকোভ জানান, তাদের গোয়েন্দারা নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল-গোলানিসহ দলটির সদস্যদের একটি গোপন সভার খবর নিশ্চিত করার পর এ বিমান হামলা চালানো হয়। উল্লেখ্য, গোপন সভাটি অনুষ্ঠিত হয় ৩ অক্টোবর। কোনাসেকোভ আরো জানান, বিমান হামলার পর আবু মোহাম্মদ আল-গোলানি বোমার আঘাতে তার একটি হাত হারিয়ে গুরুতর আহত হয়েছেন। তার সাথে থাকা ৫০ নুসরা কমান্ডারের ১২ জন নিহত হয়েছেন। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র নুসরা ফ্রন্টকে একটি সন্ত্রাসী গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ