মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাস ভেগাসে হামলাকারী একজন অসুস্থ, উন্মাদ ব্যক্তি ছিলেন। গত মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি এ কথা বলেন। ঘূর্ণিঝড় কবলিত পুয়ের্তো রিকোর উদ্দেশে যাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্যাডক অসুস্থ, উন্মাদ লোক। তার অনেক সমস্যা, আমার মনে হয় আমরা তার ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছি। এটা অভ্যন্তরীণ কোনো সন্ত্রাসী হামলা কিনা জানতে চাইলে ট্রাম্প এর কোনো উত্তর দেননি। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে প্রেসিডেন্ট বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা অস্ত্র আইন নিয়ে কথা বলব। উল্লেখ্য, গত রোববার স্টিফেন প্যাডক (৬৪) এক ব্যক্তি কনসার্টে অংশগ্রহণকারী লোকজনের ওপর নির্বিচার গুলি চালায়। এতে ৫৯ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়। হামলাকারী স্টিফেন পার্শ্ববর্তী মান্দালয় বে হোটেলে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেই তিনি উন্মুক্ত কনসার্টে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালান। পুলিশ জানিয়েছে, হামলাকারী যে কক্ষে অবস্থান নিয়েছিলেন সেখান থেকে ২৩ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। পুলিশ যাওয়ার আগেই হামলাকারী প্যাডক তার কক্ষে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না বলেও পুলিশ জানিয়েছে। ।টন এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক হামলাকারীর হোটেলকক্ষে ক্যামেরা বসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গত রোববার একটি কনসার্টে গুলি চালিয়ে ৫৯ জনকে হত্যা ও পাঁচ শতাধিক মানুষকে আহতকারী বন্দুকধারী স্টিফেন প্যাডক (৬৪)’র হোটেলকক্ষের ভেতর ও বাইরে বেশ কিছু ক্যামেরা স্থাপন করেছিলেন। বন্দুক হামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তাদের ভাষ্য, দুটি ক্যামেরা বসানো হয়েছিল বারান্দার পাশে। আরেকটি ক্যামেরা ছিল দরজার ফাঁকা অংশে। এগুলো দিয়ে প্যাডক আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপস্থিতির বিষয়টি দেখতে পারতেন। বিবিসি, বোস্টন২৫ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।