মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক হামলাকারী স্টিফেন প্যাডক ফিলিপাইনে তার গার্লফ্রেন্ডের কাছে এক লাখ মার্কিন ডলার পাঠিয়েছিল। গত মাসে তার গার্লফ্রেন্ড ফিলিপাইন সফরে গিয়েছিল। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে গতকাল বুধবার ম্যানিলা কর্তৃপক্ষ একথা জানায়। এনবিআই মুখপাত্র নিক সুয়ারেজ এএফপিকে বলেন, ডেনলি গত মাসে ফিলিপাইনে আসেন এবং পরে তার একাউন্টে স্টিফেন এক লাখ মার্কিন ডলার পাঠায়। এএফবিআই এই নারীকে খুঁজে পেতে ইন্টারপোলের ফিলিপাইন দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। সুয়ারেজ জানান, তদন্তের জন্যে এফবিআই ডেনলিকে গুরুত্বপূর্ণ মনে করলেও তাকে সন্দেহ করা হচ্ছে না। অপর এক খবরে বলা হয়েছে, লাস ভেগাসের হত্যাকাÐের প্রধান সন্দেহভাজন স্টিভেন প্যাডকের কথিত বান্ধবী মারিলু ডেনলি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গত মঙ্গলবার রাতে ফিলিপিন্স থেকে এসে তিনি লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে নামার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। জিজ্ঞাসাবাদের জন্য ডেনলিকে খুঁজছিল যুক্তরাষ্ট্রের লাস ভেগাস হত্যাকাÐের তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাÐের ঘটনার তদন্তকারী কর্মকর্তাদের আগ্রহের কেন্দ্রে ছিলেন ডেনলি। অবসরপ্রাপ্ত অ্যাকাউনটেন্ট প্যাডক হোটেলের সুউচ্চ ভবন থেকে সামনে চলা উন্মুক্ত কনসার্টে কেন নির্বিচারে গুলি চালিয়েছিলেন তার কারণ এখনো বের করা যায়নি। ৬৪ বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্স ছিল। এর আগে তার কোনো অপরাধে জড়িত হওয়ার রেকর্ড নেই পুলিশের খাতায়। প্যাডকের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার নেভাদার মেসকিটের বাড়িতে বসবাস করে আসছিলেন ডেনলি; ঘটনার সময় তিনি টোকিওতে ছিলেন বলে ধারণা করা হলেও পরে ফিলিপিন্সেই তার খোঁজ মেলে। যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনার কিছুক্ষণ পরই তারা ডেনলির সঙ্গে যোগাযোগে করতে সক্ষম হন। এএফপি, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।