মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দামেস্কের এক পুলিশ স্টেশনে বোমা হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গত মঙ্গলবার নিজেদের সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে এর দায় স্বীকার করে আইএস। বিবৃতিতে আইএস জানায়, মাইদানের পার্শ্ববর্তী অঞ্চলে বন্দুক, গ্রেনেড ও বিস্ফোরক নিয়ে তাদের তিন সশস্ত্র সদস্য এ হামলা করে। অবশ্য সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দুই আত্মঘাতী বোমা হামলাকারী এর সঙ্গে জড়িত। এদের মধ্যে একজন পুলিশ স্টেশনে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। অবশ্য এক পর্যবেক্ষণী প্রতিবেদনে দেখা গেছে, পুলিশ স্টেশনের বাইরে তৃতীয় একটি বোমা হামলা করা হয়েছে। আইএসও দাবি করছে, বাকি দুজন থেকে আলাদাভাবে তৃতীয় আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছে। এএফপি।
৩ মিনিটে হামলার দূরত্বে রাফায়েল রাখবে ভারত
ইনকিলাব ডেস্ক : পরমাণু শক্তিধর প্রতিবেশী চীন এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি ফরাসি বিমান বহর রাফায়েল মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ। পাকিস্তান বা চীনের সীমান্তে ৩ মিনিটে পৌঁছে যাওয়ার মতো দূরত্বে এ বিমান বহর মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী ২০১৯ সালে যুক্ত হবে রাফায়েল বহর। পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী ভারতীয় পাঞ্জাবের আম্বালায় আইএএফ ঘাঁটিতে মোতায়েন করা হবে রাফায়েলের প্রথম স্কোয়াড্রন। দ্বিতীয় স্কোয়াড্রন মোতায়েন হবে পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে। হাসিমারা থেকে চীনের ইয়াদোংয়ের দূরত্ব একশ’ কিলোমিটারেরও কম। স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।