বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল চেকপোস্ট থেকে ২২ হাজার ৫০০ মার্কিন ডলারসহ মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে ভারত ফেরত এক মুদ্রাপাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আজ বুধবার সকাল ৮ টায় বেনাপোলের সাদিপুর সড়কের মোড় থেকে তাকে আটক হয়।
মাহামুদুল হাসান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে এক ব্যক্তি দেশে প্রবেশ করেছে। পরে তারা অভিযান চালিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে একজন যাত্রীকে আটক করে। পরে তার ব্যাগ ও পায়ের জুতায় তল্লাশি করে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা বলে জানায় বিজিবি।
বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাহামুদুল হাসানের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।