বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বর্ষার আগে মহানগরীর খাল-নালা হতে মাটি ও আবর্জনা উত্তোলন কার্যক্রমকে বেগবান করে পানিবদ্ধতা সহনীয় পর্যায়ে আনা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের ৮ম সাধারণ সভায় গতকাল (মঙ্গলবার) একথা বলেন তিনি। মেয়র বলেন, পরিচ্ছন্ন মহানগরী গড়তে নগরবাসীর ঘর থেকেই ময়লা-আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট ভাগাড়ে ফেলা হবে। সভায় মেয়র নগরবাসীর উপর কোন ধরনের নতুন কর বৃদ্ধি করা হবে না বলেও জানান।
সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভায় বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সম্মত করার লক্ষে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণের প্রস্তাব গৃহিত হয়। চলমান রাতে বর্জ্য অপসারণ কার্যক্রমের সাথে বর্জ্য সংগ্রহ কার্যক্রম যুক্ত হবে। প্রাথমিক পর্যায়ে নগরীর ৭, ৮, ২২, ২৩, ৩১ ও ৩৬ নং ওয়ার্ডকে পাইলট প্রকল্পের আওতায় আনা হবে এবং আগামী ৬ মাসের মধ্যে ৪১টি ওয়ার্ডকে এ কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হবে। সভায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ এবং পাথরঘাটা মহিলা মহাবিদ্যালয়কে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।