পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দফায় দফায় মিছিল ও সমাবেশ : ফের জরুরি বৈঠকে বসবেন আজ
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হঠাৎ করে এক মাসের ছুটিতে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সিনিয়র আইনজীবীদের এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এসময় তারা বলেন, প্রধান বিচারপতির এই আকস্মিক ছুটি বিচারব্যবস্থার জন্য অত্যান্ত দুর্ভাগ্যজনক। এটা কারও জন্যই মঙ্গলজনক নয়, সরকারের জন্যও নয়। বিষয়টি নিয়ে কথা বলতে তাঁরা প্রেসিডেন্ট সাক্ষাৎ চান। এছাড়া প্রধান বিচারপতির কাছে সিনিয়র আইনজীবীদেরও একটি প্রতিনিধি দল পাঠানোর বিষয়েও সভায় আলোচনা হয়। আজ বুধবার আবারও সিনিয়র আইনজীবীরা বৈঠকে বসবেন। এখানে চূড়ান্ত কোন কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে জানা যায়।
এদিকে এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বিচারাঙ্গনের ফেরত চান সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। এজন্য তারা পাঁচদফা দাবিও ঘোষণা করেছেন। সুরেন্দ্র কুমার সিনহার কি গৃহবন্দি কি না তা জানতে সিনিয়র আইনজীবীদের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে। সুপ্রিম কোর্ট দক্ষিণ হলে সাধারণ আইনজীবীদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে থেকে এসব দাবি জানানো হয়। অরপদিকে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পরিচালনায় সভায় সিনিয়র আইনজীবীদেও মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, তত্ত¡াবধায় সরকারের সাবেক আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি খাদেমুল ইসলাম, বিচারপতি আবদুল আউয়াল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সুব্রত চৌধুরী, শাহ খসরুজ্জামান, ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, গেলাম মো: চৌধুরী আলাল, আবেদ রাজা প্রমুখ।
সভা শেষে জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকল দলমত নির্বিশেষে কাজ করতে চায়। আমরা বৃহত্তর ঐক্যেও জন্য আগামীকাল ৪টায় আবার সিনিয়র আইনজীবীদেও সাথে আলোচনায় বসব। আমরা বৃহত্তর ঐক্য চাই। সকল আইনজীবীরা হঠাৎ করে প্রধান বিচারপতির এই ছুটি নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পাঁচ দফা সাধারণ আইনজীবীদের: সুপ্রিম কোর্টের অবকাশ শেষ হওয়ার আগের দিন এক মাসের ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বিচারাঙ্গনের ফেরত চেয়ে সমাবেশ করেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। এসময় তারা পাঁচটি দাবি জানিয়েছেন। দাবি গুলো হল- এক, স্বাধীন বিচার বিভাগের স্বার্থে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করে দ্রত সময়ের মধ্যে প্রধান বিচারপতি এসকে সিনহার অবস্থান জানতে হবে, দুই. সিনিয়র আইনজীবীদের দ্বারা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তিন. তার ছুটির কারণ জানতে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে, চার. বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ রোধ করতে কাজ করতে হবে এবং পাঁচ. সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের ওপর যে অন্যায় আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। রফিকুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে মিছিলপূর্বক আলোচনায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ, অ্যাডভোকেট আবদুর রকিব, অ্যাডভোকেট আশফাকুজ্জামান, অ্যাডভোকেট মোস্তফা কামাল, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদসহ প্রায় শতাধিক আইনজীবীরা সভায় অংশ নেন। সভা শেষে আইনজীবী সমিতির ভবনের একটি বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের নানা শ্লোগান দেন।
বিএনপিপন্থীদের বিক্ষোভ মিছিল: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল সকাল সোয়া ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। আইনজীবী সমিতির বিভিন্ন ভবন মিছিল করে। মিছিলে প্রধান বিচারপতিকে স্বপদে ফিরিয়ে আনার দাবিতে শ্লো্গান দেন আইনজীবীরা। মিছিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, আইয়ুর আলী আশ্রাফীসহ অর্থ শতাধিক আইনজীবী অংশ নেন। পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।