নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের তিন দলের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ভারতের আসাম হ্যান্ডবল দল। আজ ঢাকা বিভাগীয় হ্যান্ডবল দলের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে অতিথিরা। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে খেলা। মূলত জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় এশিয়ান মেনস হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই হবে এই প্রীতি ম্যাচ থেকেই। গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
জাতীয় দল গঠনের লক্ষ্যেই আসাম হ্যান্ডবল দলকে ঢাকায় আতিথিয়েতা দিয়ে চার ম্যাচের ফ্রেন্ডলি সিরিজের আয়োজন করেছে ফেডারেশন। আসাম দলের বিপক্ষে চার ম্যাচের সিরিজের জন্য নির্বাচিত বাংলাদেশের তিনটি দল হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা বিভাগীয় হ্যান্ডবল দল ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। আনসার দু’টি এবং ঢাকা বিভাগীয় ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব খেলবে একটি করে ম্যাচ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দল বিএসএফের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ায় আসামের বিপক্ষে দু’টি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশ আনসারকে। চারটি ম্যাচই হবে পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।