Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে বিএসএফ ক্যাম্পে হামলায় সৈন্যসহ নিহত ৪

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরে দেশটির সীমান্তরক্ষীবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভারতীয় সরকারি দফতরের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, এসময় সেনাদের গুলিতে ৩ হামলাকারীও মারা গেছে। খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে হামলাকারীরা বিএসএফ-র ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পটির চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করে নির্বিচার গুলি চালায়। এতে বিএসএফের বেশ কয়েকজন সেনা আহত হন। সেনাদের পাল্টা গুলিতে নিহত হন হামলাকারীরা। এক সেনাও নিহত হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। গোলাগুলি শুরুর পর ভারতের বিশেষ বাহিনীগুলোকে ডেকে পুরো এলাকা ঘিরে অপারেশন চালানো হয়। অপারেশন চলাকালে ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত স্টেশন এবং শ্রীনগর বিমানবন্দরের লাগোয়া ওই ক্যাম্পের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দেয়। বিমানবন্দরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ