মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করমুক্ত অঞ্চল হিসেবে উপসাগরীয় দেশগুলোর সুনাম দীর্ঘদিনের। এ সুবিধায় আকৃষ্ট হয়ে পর্যটক থেকে শুরু করে লাখ লাখ বিদেশী শ্রমিক কাজ করতে আসত এখানে। কিন্তু এবার তেল সম্পদে সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সেই সুনাম আর টিকছে না। তেল সম্পদ থেকে আয় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বিপুল আকারের বাজেট ঘাটতির সম্মুখীন হয়েছে দেশগুলো। পরিস্থিতি সামলে নিতে তাই আগামী বছর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালুর পরিকল্পনা হাতে নিয়েছে এসব দেশ। ভ্যাট চালুর এ সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এ পরিবর্তনে খড়্গ নামবে এখানকার মধ্য ও নিম্নআয়ের নাগরিক ও শ্রমিকদের ওপর। আসছে পহেলা জানুয়ারি থেকে পণ্য ও সেবার ওপর ভ্যাট চালু করার আগেই গত রোববার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তামাকের দাম দ্বিগুণ এবং কোমল পানীয়ের দাম ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) ছয়টি দেশের মধ্যে একটি, সংযুক্ত আরব আমিরাত তাদের অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ৫ শতাংশ ভ্যাট আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে জিসিসিভুক্ত আরেক দেশ সৌদি আরবও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার একই বছরের যেকোনো সময়ে ভ্যাট কার্যকর করবে বলে জানিয়েছে। এদিকে ভ্যাট আরোপের বিষয়ে দুবাইয়ের সম্পত্তি খাতে কর্মরত খালেদ মোহাম্মদ জানান, ভ্যাট আরোপ করা হলে সবকিছুর দাম বাড়বে, জনগণ তাই এ সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। যেহেতু এর কারণে মানুষের খরচ বেড়ে যাবে, তাই এটা গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। দুবাইয়ে ভারতীয় এক রেস্তোরাঁ কর্মী রেজওয়ান শেখ বলেন, ‘স্বল্পআয়ের মানুষদের জন্য জীবনধারণ সত্যিই কঠিন হয়ে পড়বে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।