Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার প্রচণ্ড চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করেছে -আইনজীবী সমিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১:৫০ পিএম | আপডেট : ২:১৮ পিএম, ৩ অক্টোবর, ২০১৭

সরকার প্রচণ্ড চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এডভোকেট জয়নুল বলেন, প্রধান বিচারপতির এমন ছুটি নজিরবিহীন ঘটনা। রাষ্ট্র তার ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করেছে। সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে।
জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বিকেলে প্রধান বিচারপতি এসকে সিনহার বাসায় যাবেন বলেও জানান আইনজীবী সমিতির সভাপতি।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ