Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের সঙ্গে অপরাধী অনুপ্রবেশের আশঙ্কা করছেন -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে অপরাধীদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির দেয়া অর্থ ও ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের মধ্যেও কিছু কিছু অপরাধী থাকতে পারে। শরণার্থী ¯্রােতের সঙ্গে অস্ত্র, ইয়াবাও আসতে পারে। এমনকি কিছু সন্ত্রাসীও আসতে পারে। এদের সঙ্গে বাংলাদেশের অপরাধী গোষ্ঠীগুলো মিলিত হতে পারে। তাই আইনশৃংখলা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে।
শরণার্থীদের পাশে দাঁড়ানো বিষয়টি বিশ্বব্যাপী প্রশংসা লাভ করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুনিয়ায় শরণার্থী বিষয়ক যে সংকট; এ সংকটে সবাই একযোগে স্বীকার করেছেন শেখ হাসিনা শরণার্থী ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে শান্তিতে নোবেল পেয়েও মিয়ানমারের নেত্রী অং সা ন সূ চি এক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ‘নিউজ উইকে’ রবিবার এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ সময় রোহিঙ্গাদের মানবিক সহায়তা, পুনর্বাসন ও ফেরত পাঠানোর কাজ চলছে উল্লেখ করেন কাদের।
তিনি বলেন, বিশ্বে এ যাবত যত শরণার্থী সংকট হয়েছে এবং রোহিঙ্গা শরণার্থী সংকটে বাংলাদেশ যত দ্রæত সাড়া দিয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, তা ইতিহাসে বিরল।
কাদের বলেন, দেখুন, এখানে অন্য কোনো ম্যাজিক নেই। ম্যাজিক হলো শেখ হাসিনার নেতৃত্ব। শেখ হাসিনার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত দ্রæত বাস্তবায়ন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে সৌরবিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় শরণার্থী ক্যাম্পের রাস্তার জন্য ৫০০ টি সৌরবিদ্যুৎ প্যানেলের খুঁটি এবং দুই হাজার পরিবারের মধ্যে সৌরবিদ্যুৎ প্যানেল সরবরাহ করবে।
এর আগে রোহিঙ্গাদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের দেয়া ২০ লাখ টাকার চেক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরুর দেয়া নগদ ১০ লাখ টাকা ও ৪৭৬ প্যাকেট খাদ্য সামগ্রীর অনুদান গ্রহণ করে জেলা প্রশাসন ও সেনা বাহিনীর কাছে হস্তান্তর করেন মন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রোহিঙ্গাদের মাঝে চসিক মেয়রের ব্যক্তিগত তহবিলের ২০ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করলেন ওবায়দুল কাদের
চট্টগ্রাম ব্যুরো : রোহিঙ্গা শরণার্থীদের জন্য চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগত তহবিল থেকে ২০ লাখ টাকা মূল্যের ২ হাজার বস্তা ত্রাণসামগ্রী প্রদান করেছেন। গতকাল (সোমবার) এসব ত্রাণসামগ্রী কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরনার্থী শিবিরে বিতরণ করা হয়। মেয়রের দেয়া ত্রাণসামগ্রী বিতরণ করেন সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
এ সময় মন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় মেয়র আ জ ম নাছির উদ্দীন রোহিঙ্গা শরনার্থীদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করে সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইভাবে সচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়ালে তাদের দুঃখ দুর্দশা অনেকাংশে লাঘব হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবতা যেখানে লাঞ্চিত ও বিপর্যস্ত শেখ হাসিনা সেখানেই অবদান রেখে যাচ্ছেন। এরফলে তিনি সারাবিশ্বে আজ মানবতার বাতিঘর ও মানবতার মাতা।
চসিক মেয়রের ত্রাণসামগ্রী বিতরণকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমন সরওয়ার কমল এমপি, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।
চসিক কর্মচারীদের একদিনের বেতনদান
রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তার জন্য চসিকের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বাবদ ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে। গতকাল কক্সবাজারে একটি অভিজাত হোটেলে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ অর্থের চেক হস্তান্তর করা হয়। এ সময় চসিকের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ