পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে, সরকার রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান করতে ব্যর্থ হয়েছে। গতকাল (সোমবার) ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৈঠকে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের পর এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সেগুন বাগিচায় কঁচিকাঁচার মেলা মিলনায়তনে জাসাসের উদ্যোগে রোহিঙ্গাদের নিয়ে ‘আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী’তে তিনি প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ একদম একটি অনিশ্চিত বিষয়। এর মাধ্যমে এই সমস্যা সমাধান দ্রুততার পরিবর্তে দীর্ঘসূত্রিতা তৈরি হবে। আর এটা হয়েছে সরকারের ব্যর্থতার কারণে। তিনি বলেন, একটি জাতিকে সম্পূর্ণভাবে নির্মূল করতে মিয়ানমারে কী ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যে কোনো মানুষ সেই দৃশ্য দেখলে স্থির থাকতে পারবে না। মনুষ্যত্বের এই অবমাননা আজকে বিশ্ব রাজনীতিতে দেখা যায় না। রোহিঙ্গাদের উপর নির্যাতনের মাত্রা বিশ্ববাসীর কাছে উপস্থাপনে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা বরাবর বলে আসছি একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য। দুর্ভাগ্য যে, এখন পর্যন্ত এই সরকার এটা করছে না। তাদের নীতি হচ্ছে জাতিকে বিভক্ত করে রাখা, জাতিকে ঐক্যবদ্ধ হতে না দেওয়া। কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত দেখিনি বাংলাদেশ থেকে কোনো উচ্চ পর্যায়ের দল আলোচনা করার জন্য এই দেশগুলোতে গেছে। আমরা বরাবরই বলে এসেছি এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রীরই সফর করা উচিৎ বা উচ্চ পর্যায়ের সরকারি মন্ত্রীসহ তাদের যাওয়া উচিৎ এবং এই দেশগুলোকে বোঝানো। রোহিঙ্গা সঙ্কট অবসানে মিয়ানমারকে চাপ দিতে চীন, ভারতকে পাশে রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ দিয়ে আসছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, অনেক ক্ষতি হয়ে গেছে, লাখ লাখ মানুষ অসহায় হয়ে গেছে, হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে, হাজার হাজার শিশু তাদের অধিকার ফিরে পাচ্ছে না। আসুন মিয়ানমারকে বাধ্য করি, তাদের ফিরিয়ে নিতে।
চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ও অভিনেতা আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বলের ব্যবস্থাপনায় ভিন্নধর্মী এই অনুষ্ঠানে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে জাসাস সভাপতি প্রফেসর মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি মনিরুজ্জামান মুনির, শায়রুল কবির খান, মীর সানাউল হক, জাহাঙ্গীর আলম রিপন, শায়রিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাকির হোসেন রোকন, চৌধুরী আহজার আলী বিএনপি মহাসচিবকে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখান। অনুষ্ঠানে রোহিঙ্গাদের নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘ওরা এখন মানুষ নয়, শুধুই রোহিঙ্গা’ গানটি পরিবেশন করেন তার মেয়ে দিঠি আনোয়ার। এর সঙ্গীত পরিচালক ছিলেন আহমেদ কিসলু। অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারে েেলখা কবিতা ‘অবাক হয়ে ভাবি’ পড়ে শোনান বিএনপি মহাসচিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।