Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ আহত ১৬

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দেশের সাত স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন ও আহত হয়েছে ১৬ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
রংপুর জেলা সংবাদদাতা জানান, রংপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে সার বোঝাই একটি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায় এবং আহত হয় ৬/৭ জন। খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকোল কলেজ হাসপাতালে এবং নিহতদের হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে হাসপাতালে আরও একজন মারা যায়। নিহতরা হলেন বগুড়ার শেরপুরের ছনকা দক্ষিণপাড়ার সোনা উদ্দিনের কন্যা মনোয়ারা বেগম, একই উপজেলার বিরল গ্রামের মোকছেদ আলীর পুত্র মজনু মিয়া এবং একই এলাকার আব্দুল কুদ্দুস। তারা সবাই মিল শ্রমিক ছিলেন। অন্যদিকে রোববার রাতে রংপুরের পীরগঞ্জের উনিশ মাইল এলাকায় একটি বাসের সাথে ট্রলির ধাক্কায় লাগলে মিনু মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ২ জন। নিহতের বাড়ি পীরগঞ্জের শানেরহাট এলাকায়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী কভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের মাইক্রোবাস উল্টে এএসআই হেলাল উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ২টায় ডিউটি করাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর পুলিশ সদস্যরা হলেন- কনষ্টেবল দুদু মিয়া(নং-১২৭৭), আবদুল গণি(নং-৪১১) ও গিয়াস উদ্দিন(নং-৮১৫)। জানা গেছে, এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের ৪ সদস্যের একটি টিম ডিউটি করতে মাইক্রোবাস (ঢাকামেট্রো-চ-১১-৪৮৬৭) এর গ্যাস আনতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় সন্দেহভাজন একজনকে দেখে গাড়িটি দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে বেপরোয়া গতিতে চালানো কভার্ডভ্যান (ঢাকামেট্রো-ট-১১-৬১৫৬) মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় কনষ্টেবল আবদুল গণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানান, বেপরোয়া লেগুনায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গেছে ইয়াছিন আরাফাত (১০) নামে এক শিশু। আহত হয় অপর একজন। গত রোববার নগরীর বায়েজিদ ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত অক্সিজেন এলাকার মোঃ ইসমাইলের শিশু পুত্র। আর লেগুনা চাপায় আহত হন আব্দুল মান্নান নামে এক পথচারী ভিক্ষুক। জানা গেছে, বেপরোয়া লেগুনাটি শিশু ও অপর পথচারীকে ধাক্কা দিয়েই দ্রæত পালিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশু আরাফাতকে মৃত ঘোষণা করেন। ঘাতক চালকসহ লেগুনা আটক করা হয়েছে বলে জানায় বায়েজিদ থানা পুলিশ।
নোয়াখালী ব্যুরো জানান, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরচেঙ্গা-জাহাজমারা সড়কের জিয়া উল হক সর্দার তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হোরা হাজীর ছেলে। জানা গেছে, রাতে চরচেঙ্গা-জাহাজমারা সড়ক দিয়ে চরচেঙ্গা বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল ফারুক ও তার এক বন্ধু। পথে জিয়া উল হক সর্দার তেমুহনী এলাকায় পৌঁছলে চরচেঙ্গা বাজার থেকে ছেড়ে আসা একটি টমটম গাড়ীর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী গরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুর রেলষ্টেশনের উত্তরে রেলওয়ে ২৩৭ নম্বর ব্রিজের উপর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলষ্টেশনের উত্তরে রেলওয়ে ২৩৭ নম্বর ব্রিজের উপর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পরে অজ্ঞাত ভিক্ষুক (৪৮) এর মৃত্যু হয়। এসময় তার মুখমন্ডল ক্ষত বিক্ষত হওয়ায় চেহারা চেনা যায় নাই। গতকাল সোমবার দুপুরে শান্তাহার জিআরপি থানা পুলিশ খবর পেয়ে ওই ভিক্ষুকের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে লাশটির কোন খোঁজ না মিললে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়।
দিনাজপুর অফিস জানায়, দিনাজপুরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ইজি বাইক চালক ও যাত্রী নিহত হয়েছেন। দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শহরের অদুরে নয়নপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে রংপুর থেকে দিনাজপুরগামী যাত্রীবাহি বাস মেহেদী পরিবহন গোপালগঞ্জ বাজারমুখী ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজি বাইকের চালক সদর উপজেলার নিমতারা গ্রামের মৃত সমেদ মাতব্বরে ছেলে মান্দার আলী ও যাত্রী একই উপজেলার সুবরা গ্রামের আসির উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম নিহত হন। ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে। এ ঘটনায় জনতা দিনাজপুর-রংপুর মহাসড়কে দু’ঘন্টা অবরোধ করলে দু’ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করলে অবরোধ তুলে নেয়া হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবির ভীমপুর নাম স্থানে ট্রাকের সাথে ভ্যানের ধাক্কায় ভ্যান চালক সুদেব বর্মনের (৪২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়। সে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের যোাগেন বর্মনের ছেলে। এলাকাবাসী জানায়, সুদেব ব্যাটারী চ্যালিত ভ্যান নিয়ে মুরগীর খাবার আনার জন্য হিলি যাচ্ছিল। ভীমপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সাথে ধাক্কা লেগে তার পেটের মাধ্যে হেন্ডেল ঢুকে মারাত্মক আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে সুদেব মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ