Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহস্রাধীক প্রাইভেট মাদরাসা শিক্ষার্থীদের সৎ ও যোগ্য হিসেবে গড়ে তুলছে -মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বেসরকারীভাবে পরিচালিত প্রাইভেট মাদরাসাসমূহের অধ্যক্ষবৃন্দ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর সাথে গত রবিবার এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব শাব্বীর আহমদ মোমতাজী বলেন, বাংলাদেশে সহ¯্রাধীক প্রাইভেট মাদরাসা লাখ লাখ শিক্ষার্থীকে আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে সৎ ও যোগ্য নাগরীক হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাইভেট মাদরাসা সমূহে মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ও মেধাবী শিক্ষকগণ শিক্ষগতার পেশায় নিয়োজিত আছেন, যার ফলে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে এক অগ্রণী ভূমিকা পালিত হচ্ছে। তিনি আরো বলেন, কিন্ডার গার্টেন স্কুলের ন্যায় প্রাইভেট মাদরাসা সমূহ পাঠদানে অনুমতি ও নিজ নামে পরীক্ষা দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে ইনশায়াল্লাহ। তান্জিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় ঢাকা মহানগরী ও তার পার্শবর্তী জেলা সমূহের উল্লেখযোগ্য প্রাইভেট মাদরাসার অধ্যক্ষগণ উপস্থিত হয়ে মাদরাসার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশের মাদরাসা শিক্ষকদের একমাত্র সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে মাদরাসার আধুনিকায়নের জন্য ভূয়সী প্রশংসা করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মোঃ আলী আকবার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রাইভেট মাদরাসার নিবন্ধন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ জনাব শাহ আলম নূর, অধ্যক্ষ হোসাইন উদ্দিন, অধ্যক্ষ জাকির হোসাইন, অধ্যক্ষ মোতাসিম বিল্লাহ আল মাক্কী ও অধ্যক্ষ আব্দুল মতিনসহ শতাধীক অধ্যক্ষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ