Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ফলোঅনে পড়লেও ড্র করেছে খুলনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ওয়ালটন ১৯ তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে শেষ পর্যন্ত ড্র করেছে খুলনা বিভাগ। ঢাকা বিভাগের বিপক্ষে তারা ফলোঅনে পড়লেও পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। ঢাকার করা ৫১৯ রানের জবাবে রোববার ম্যাচের তৃতীয়দিন খুলনা তাদের প্রথম ইনিংসে ২৪৭ রান তুলে তৃতীয় ফলোঅনে পড়ে। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষদিন খুলনা তাদের দ্বিতীয় ইনিংসে দৃঢ়তার সঙ্গে ব্যাট করে ঢাকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। কাল পুরো দিন (৯০ ওভার) ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান তুলে খুলনা। সর্বোচ্চ ৬৩ রান করেন তুষার ইমরান। দু’টি শিকার করেছেন মোশাররফ হোসেন রুবেল ও শুভাগত হোম চৌধুরী। ঢাকা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নাদিফ চৌধুরীর ১৬৬ ও মোশাররফ হোসেন রুবেলের ১২৫ রানের উপর ভর করে ৫১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে জিয়াউর রহমানের সেঞ্চুরির পরও ২৪৭ রানের বেশি করতে পারেনি। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের সঙ্গে ঘরের মাঠে ড্র করে খুলনা বিভাগ। এরপর দ্বিতীয় রাউন্ডে ঘরের মাঠে বরিশাল বিভাগের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ