Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্স ও কানাডায় জোড়া জঙ্গি হানায় নিহত ২, আহত বহু

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফের সন্ত্রাসের কবলে ফ্রান্স। নিসের পর এবার মার্সেই শহরের সেন্ট চার্লস স্টেশন চত্বরে হামলা। সেদিন বাস্তিল দিবস উদযাপনের রাতে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল সাদা রঙের ১টি ট্রাক। যা ছিল বারুদে ঠাসা। নিহত হয়েছিলেন কমপক্ষে ৮৭জন। কার্যত সেই স্মৃতিই ফিরে এল। এবার ফ্রান্সের মার্সেই শহরের সেন্ট চার্লস স্টেশনে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। মৃত্যু হয়েছে ২জন যাত্রীর। পুলিস সূত্রে খবর, আল্লাহু আকবর বলে চিত্কার করছিল হত্যাকারী। নিরাপত্তারক্ষীরা গুলি করে নিকেশ করেছেন হত্যাকারীকে।
ঘটনাস্থল ঘিরে ফেলে প্রচুর পুলিস। রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে ফরাসি পুলিস। ২০১৫-এর নভেম্বর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। ওই সময় প্যারিসে আইসিস হানায় ১৩০ জন নিহত হয়েছিলেন। এদিকে, ফ্রাসের পাশাপাশি একই দিনে কানাডার অ্যালবার্টায় এডমন্টন শহরেও জঙ্গি হামলা। ট্রাক নিয়ে পথচারীদের পিষে মারার চেষ্টা করে সন্দেহভাজন জঙ্গি। জখম হয়েছেন ৪জন। এক পুলিসকর্মীকে চুরি মেরে জখম করে ওই ব্যক্তি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ