রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল-ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে গত এক বছরে তিনি বিভিন্ন অপরাধে ১শ জনের কাছ থেকে ৩ লাখ ৮৮ হাজার ৮৫২ টাকা জরিমানা আদায় করেন। ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে (সর্বোচ্চ ২ বছর) কারাদ- দেন। ২ জনকে থানায় সোপর্দ করেন। আসামীদের মধ্যে অধিকাংশ জুয়ারু ও মাদকসেবী। রাতে ও দিনে অভিযানের ফলে জুয়া ও মাদকের স্বর্গে ভেসে থাকা পৌর এলাকা এখন নীরব ও নিস্তব্ধ। স্বার্থান্বেষী মহলের কেউ কেউ তার উপর অখুশী হলেও স্থানীয়রা বেজায় খুশী। অনেকে সাজা পেয়ে ভাল হয়ে গেছেন। সাজাপ্রাপ্তদের কেউ কেউ সম্ভ্রান্ত পরিবার ও রাজনৈতিক দলের লোকজন। যারা এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তার সাহসী অভিযানের ফলে পৌর এলাকার অর্ধশত জুয়ার আসর ও মাদকসেবীদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত বেশকয়েকটি স্থান বন্ধ হয়ে গেছে। এক সময়ের অন্ধ কারাচ্ছন্ন পাঁচবিবি স্টেডিয়ামে সন্ধ্যা নামলেই জমে উঠত মাদকের জমজমাট আসর। স্থানীয়রা জানান, স্টেডিয়াম থেকে চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসী ও রোড ওভারিং এর মতো বড় বড় অপরাধের পরিকল্পনা চলত গভীর রাত পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।