Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছরে ৩ লক্ষাধিক টাকা জরিমানা ৮৭ জনের সাজা

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল-ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে গত এক বছরে তিনি বিভিন্ন অপরাধে ১শ জনের কাছ থেকে ৩ লাখ ৮৮ হাজার ৮৫২ টাকা জরিমানা আদায় করেন। ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে (সর্বোচ্চ ২ বছর) কারাদ- দেন। ২ জনকে থানায় সোপর্দ করেন। আসামীদের মধ্যে অধিকাংশ জুয়ারু ও মাদকসেবী। রাতে ও দিনে অভিযানের ফলে জুয়া ও মাদকের স্বর্গে ভেসে থাকা পৌর এলাকা এখন নীরব ও নিস্তব্ধ। স্বার্থান্বেষী মহলের কেউ কেউ তার উপর অখুশী হলেও স্থানীয়রা বেজায় খুশী। অনেকে সাজা পেয়ে ভাল হয়ে গেছেন। সাজাপ্রাপ্তদের কেউ কেউ সম্ভ্রান্ত পরিবার ও রাজনৈতিক দলের লোকজন। যারা এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তার সাহসী অভিযানের ফলে পৌর এলাকার অর্ধশত জুয়ার আসর ও মাদকসেবীদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত বেশকয়েকটি স্থান বন্ধ হয়ে গেছে। এক সময়ের অন্ধ কারাচ্ছন্ন পাঁচবিবি স্টেডিয়ামে সন্ধ্যা নামলেই জমে উঠত মাদকের জমজমাট আসর। স্থানীয়রা জানান, স্টেডিয়াম থেকে চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসী ও রোড ওভারিং এর মতো বড় বড় অপরাধের পরিকল্পনা চলত গভীর রাত পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক বছরে ৩ লক্ষাধিক টাকা জরিমানা ৮৭ জনের সাজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ