নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আবু ধাবি টেস্টের তৃতীয় দিনের শেষ বলে বাবর আজমের উইকেটি না হারালে চওড়া হাসি নিয়ে দিন শেষ করতে পারত পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৪ উইকেটে ২৬৬ রানে দিন শেষ করেছে পাকরা। হাতে ৬ উইকেট থাকলেও এখনো ১৫৩ রানে পিছিয়ে সরফরাজ আহমেদের দলকে।
এই একটি উইকেটই ম্যাচ কিছুটা হরেও লঙ্কানদের দিকে ঠেলে দিয়েছে। প্রথম সেশনের মত শেষ সেশনেও দুই উইকেট হারায় পাকিস্তান। ফিফটি ইনিংস খেলেছেন দুই ওপেনার শান মাসুদ (৫৯) ও সামি আসলাম (৫১)। আজমের (২৮) মত সেট হয়ে আউট হন আসাদ শফিকও (৩৯)। তবে দলের এমন বিপর্যয়ের দিনে ব্যাট হাতে টেনে নিয়ে যাচ্ছেন আজহার আলী। অপরাজিত থেকে দিন শেষে করা সাবেক এই টেস্ট অধিনায়ক এরই মধ্যে অংশিদার হয়েছেন একটি মাইলফলকের। তার ৭৪ রানের ইনিংটির পথে তিনি পৌঁছে গেছেন টেস্টে ৫ হাজারি ক্লাবে। এর আগে পাকিস্তানের হয়ে এমন কীর্তি আছে কেবল তিন জনের। ২ উইকেট নেন রঙ্গনা হেরাথ, একটি করে নুয়ান প্রদিপ ও দিলরুয়ান পেরেরা।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৫৪.৪ ওভারে ৫১৯ (চান্দিমাল ১৫৫*, করুনারতেœ ৯৩, ডিকভেলা ৮৩; আব্বাস ৩/৭৫, ইয়াসির ৩/১২০, হাসান আলী ২/৮৮)।
পাকিস্তান ১ম ইনিংস : ১১২.৪ ওভারে ২৬৬/৪ (মাসুদ ৫৯, আসলাম ৫১, আজহার ৭৪ ব্যাটিং, শফিক ৩৯, বাবর ২৮; ফার্নান্ডো ১/৪৪, পেরেরা ১/৫৮, হেরাথ ২/৪৭)।
*৩য় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে পিছিয়ে পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।