Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’সপ্তাহের বিরতিতে ফের শুরু হচ্ছে বিপিএল

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : দু’সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। ভুটানে সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের কারণেই মূলত বন্ধ ছিল লিগ। সাফের স্কোয়াডে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় বিপিএলের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকেন। টুর্নামেন্ট শেষে খেলোয়াড়রা ইতোমধ্যে নিজ নিজ ক্লাবে ফিরে এসেছেন। ফলে আগামীকাল থেকেই মাঠে গড়াচ্ছে লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড এবং ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখী হবে। নবম রাউন্ডের এ ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। একই ভেন্যুতে সন্ধ্যা পৌনে ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।
লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচে পাঁচ জয়, এক ড্র ও দুই হারে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর পয়েন্ট ১৭। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট সাইফ স্পোটিং ক্লাবেরও। কিন্তু গোলগড়ে পিছিয়ে থাকায় তালিকার চতুর্থস্থানে আছে ঢাকা আবাহনী। দুই সপ্তাহ লিগ বন্ধ থাকলেও নিজ মাঠে নিয়মিত অনুশীলন করেছেন আবাহনীর খেলোয়াড়রা। নিয়মিত অনুশীলনে থাকার ফলে ব্রাদার্সের বিপক্ষে জয়েরই প্রত্যাশা করছেন তারা। এই ম্যাচে ব্রাদার্সকে হারাতে পারলে সাইফ এসসিকে টপকে তৃতীয়স্থানে ওঠে আসবে দ্রাগো মামিচের দল।
লিগে ঢাকা আবাহনী যেখানে জয়-হারের মিশ্রনে এগিয়ে চলেছে সেখানে প্রতিপক্ষ ব্রাদার্স কিন্তু জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। সঙ্গে দুই ড্র এবং পাঁচ হারে গোপীবাগের দলের পয়েন্ট মাত্র ৫। ১২ দলের লিগে ব্রাদার্সের অবস্থান ১১তমস্থানে। রেলিগেশনের শঙ্কা নিয়েই খেলে যাচ্ছে তারা। আবাহনীকে হারাতে পারলে এক লাফে তারা উঠে আসবে অষ্টমস্থানে। দু’দলই জয় ভিন্ন কিছুই ভাবছে না। দু’দলই চাচ্ছে লিগের প্রথম লেগটা ভালোভাবে শেষ করতে এবং ভালো অবস্থানে থাকতে।
এদিকে ৮ ম্যাচে সাত জয় এবং এক ড্রতে ২২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গত আসরের রানার্স আপ চট্টগ্রাম আবাহনী। লিগ বন্ধ থাকলেও অনুশীলন বন্ধ হয়নি দলটির। কোচ সাইফুল বারী টিটু চট্টগ্রামে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন। চট্টগ্রাম আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল। ৮ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ২০ পয়েন্ট। ছয় জয়ের বিপরীতে দুই ম্যাচে ড্র করেছে তারা। আগামীকাল চট্টগ্রাম আবাহনী যদি শেখ জামালকে হারিয়ে দেয় তাহলে দু’দলের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ৫। যদি শেখ জামাল জিতে যায়, তাহলে চট্টগ্রাম আবাহনীকে টপকে শীর্ষে ওঠে আসবে। দু’দলের লড়াইটি ড্র হলে শীর্ষস্থানে থাকবে চট্টগ্রাম আবাহনীই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ