মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকি কর্তৃপক্ষের কাছে সীমান্ত ক্রসিং-এর দায়িত্ব হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর অঞ্চলটির তুরস্ক, ইরান ও সিরিয়া সংলগ্ন সীমান্ত ক্রসিং হস্তান্তরের দাবি জানায় বাগদাদ। তবে স্থানীয় টেলিভিশন রুদাও-এর খবরে বলা হয়েছে কেআরজি কর্তৃপক্ষ এমন দাবি নাকচ করে দিয়েছে। গত শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। এদিকে কুর্দিস্তান সরকার যদি কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর না করে তাহলে সীমান্ত বন্ধ করে দিতে প্রতিবেশী দেশগুলোর প্রতিও আহŸান জানিয়েছে বাগদাদ। ২৫ সেপ্টেম্বরের গণভোটে ৯৩ শতাংশ মানুষ ইরাক থেকে কুর্দিস্তানের বিচ্ছিন্নতার পক্ষে রায় দেয়। তবে ওই ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তার সরকারের পক্ষ থেকে কুর্দিস্তানের সীমান্ত ও আকাশসীমার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের জন্য কেআরজি’র প্রতি আহŸান জানানো হয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর কেআরজি’র প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, এখনই তারা কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করতে চান না। বরং এই নির্বাচনের ফলাফল হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তি। তবে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং অবৈধ। তাই গণভোটের ফলাফল কোনও আলোচনার ভিত্তি হতে পারে না। বরং পুরো কুর্দিস্তান অঞ্চলে সংবিধানের অধীনে কেন্দ্রীয় আইন চালু করা হবে। আঞ্চলিক সরকারকে বিমানবন্দর হস্তান্তরের জন্যও সময় বেঁধে দিয়েছে ইরাক। বিমানবন্দরের নিয়ন্ত্রণ না ছাড়লে কেআরজি-এর ওপর আন্তর্জাতিক বিমান অবরোধ আরোপ করার কথা জানিয়েছে বাগদাদ। বিমানবন্দর হস্তান্তরের জন্য আঞ্চলিক সরকারকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।