Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন খাতে ২৭০ কোটি ডলার বিনিয়োগ করবে সউদী আরব

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরব বিনোদন অঙ্গনকে ত্বরান্বিত করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তেলের ওপর নির্ভরতা কমাতে দেশটির বিনোদন খাতে বিপুল অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে। সউদী আরবের মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) গত ২০ সেপ্টেম্বর বিনোদন খাতে বিনিয়োগের জন্য নতুন একটি কোম্পানি খোলার ঘোষণা দেয়। যদিও এ বিষয়ে তারা বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে জানা গেছে, প্রাথমিকভাবে এ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ হবে ২৭০ কোটি ডলার। তাদের সঙ্গে কাজ করার জন্য পিআইএফ কৌশলগত অংশীদারের খোঁজ করছে। এ কোম্পানি একাধিক বিনোদন প্রকল্পে বিনোয়োগ করবে যাদের একটি হচ্ছে এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স নির্মাণ, যার উদ্বোধন করা হবে ২০১৯ সালে। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ২২ হাজার চাকরির সুযোগ সৃষ্টি করা। সউদী আরবের এ ঘোষণাকে অতিরিক্ত রক্ষণশীলতা থেকে বের হয়ে আসার গুরুত্বপূর্ণ দৃশ্যমান পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত বছর সউদী আরব বিনোদনের জন্য সাধারণ কর্তৃপক্ষ গঠন করে, যে প্রতিষ্ঠানের দায়িত্ব দেশটির বিনোদনের জগেক গড়ে তোলা। চলতি বছর ১৯ ফেব্রæয়ারি জেদ্দায় অনুষ্ঠিত সউদী আরবের ইতিহাসে প্রথম ‘কমিক কন’-এ অংশ নেয় হাজারও সউদী নাগরিক। এর মধ্যে নারীরাও ছিলেন। বøুমবার্গ, ফোর্বস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ