Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিলাসিতার মূল্য পদত্যাগে দিলেন মার্কিন মন্ত্রী প্রাইস

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জনগণের অর্থে বিলাসিতা দেখিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করতে হল যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইসকে। সরকারি একটি কাজে অনেক অর্থ খরচ করে বেসরকারি বিমান ভাড়া করে গিয়েছিলেন প্রাইস; যা ক্ষুব্ধ করেছিল তার নিয়োগকর্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প তার অসন্তোষের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি খুশি হতে পারিনি। বুঝলেন, একদমই খুশি হতে পারিনি। এর পরপরই গত শুক্রবার প্রাইসের পদত্যাগের ঘোষণা আসে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও জনসেবা মন্ত্রী টমাস প্রাইস পদত্যাগের ইচ্ছা জানালে প্রেসিডেন্ট তা অনুমোদন করেন। কংগ্রেসের সাবেক সদস্য প্রাইস সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যনীতি (যা ওবামাকেয়ার নামে পরিচিত) বদলে দেওয়ার মূল রূপকার। সমালোচনা ওঠার পর প্রাইস গত বৃহস্পতিবার বলেছিলেন, বিমান ভাড়া করে যাওয়ার জন্য সরকারের যে ৫২ হাজার ডলার খরচ হয়েছে, তা তিনি মিটিয়ে দেবেন। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ