মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তথাকথিত রহস্যময় হামলার কারণে কিউবায় কূটনীতিক উপস্থিতি অর্ধেকেরও বেশি কমিয়ে আনার পর দ্বীপদেশটিতে ভ্রমণে না যেতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। ওই রহস্যময় হামলার কারণে হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মীরা কানে শোনার ক্ষমতা হারাচ্ছেন, মাথা ঘোরা ও অবসাদের মতো লক্ষণে ভুগছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা। গত শুক্রবার ওই দূতাবাসের অর্ধেকেরও বেশি কর্মীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তারপর থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণেচ্ছু কিউবানদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি কিছু সেবা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের হাভানা দূতাবাস। এদিকে নিরাপত্তা পদক্ষেপ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব সিদ্ধান্তে সমস্যাটির বিষয়ে কিউবার তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ প্রকাশ পেয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শুরু করা সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, যে পর্যন্ত কিউবা সরকার কিউবায় থাকা আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে, আমাদের কূটনীতিকদের ক্ষতির ঝুঁকি এড়াতে আমাদের দূতাবাসের কর্মী সংখ্যা জরুরি পর্যায়ে নামিয়ে আনা হবে। ভ্রমণ সতকর্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেহেতু আমাদের কর্মীদের নিরাপত্তাই ঝুঁকির মুখে আছে আর আমরা হামলার উৎস শনাক্ত করতে পারিনি, তাই আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের নাগরিকরাও ঝুঁকিতে থাকতে পারে এবং এই কারণে তাদের কিউবা ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্ক করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রধান জোসেফিনা ভিদাল বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঘোষিত যুক্তরাষ্ট্রের সরকারের আজকের এই সিদ্ধান্তকে হটকারী বলে বিবেচনা করছি এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে বলে মনে করছি আমরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।