Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে চীনের দ্বি-চারিতা সমর্থনযোগ্য নয় -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা আরাকান রাজ্যের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে সাহায্য পাঠিয়ে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা নির্যাতনকে সমর্থন দেয়াকে চীনের দ্বিচারিতা হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চীনের এ দ্বৈতনীতি কোনভাবেই সমর্থন যোগ্য নয় বলেও মন্তব্য তার। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি, তারা মানবতা ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে। আশাবাদ ব্যক্ত করে বলেছেন চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ইতিবাচক সাড়া দেবে।
গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দীরে শারদীয় দূর্গা পূজা উৎসবে পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনা সম্পর্কে আমরা জানতে পারছি যে, চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা মনে করি, এ ব্যাপারে এটা তাদের শেষ পদক্ষেপ হিসাবে আমরা মেনে নিতে চাই না। তিনি বলেন, এর মধ্যে চীনও মানবিক সাহায্য পাঠাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে একদিকে মানবিক সাহায্য অন্যদিকে রোহিঙ্গা নির্যাতনকেও সমর্থন করা দ্বিচারিতা। আমি আশা করবো বৃহৎ এই শক্তি এ ধরণের দ্বিচারিতা থেকে সরে আসবে।
তিনি বলেন, মানবিক সাহায্য যারা করতে চান, করবেন। কিন্তু নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বর্বর গণহত্যাকে সমর্থন করা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। আমি আশা করি এটাই তাদের শেষ পদক্ষেপ নয়। আমি আশাকরি চীন ও রাশিয়া এ মানবিক সংকটে, মর্মান্তিক পরিস্থিতিতে মানবতার, সত্য, ন্যায় ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নিবে।
এ সময় কাদের বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনায় চীন ও রাশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে, এটা দূর্ভাগ্যজনক। আশা করি তারা তাদের অবস্থান থেকে তারা সরে আসবে।
কাদের বলেন, মানবিক সাহায্য যারা করতে চান করবেন। কিন্তু নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বর্বর গণহত্যাকে সমর্থন করা দু:খজনক ও দুর্ভাগ্যজনক। আমি আশা করি, এটাই তাদের শেষ পদক্ষেপ নয়। তারা এ মানবিক সংকটে, মর্মান্তিক পরিস্থিতে সত্য, ন্যায়, যৌক্তিক ও মানবতার পক্ষে অবস্থান নেবে।
কাদের বলেন, দ্বি-চারিতা আমরা আশা করি না। একদিকে সাহায্য অন্যদিকে অত্যাচারী ঘাতকদের সমর্থন এবং নিপড়িতদের মানবিক সাহায্য দ্বি-চারিতা। তা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। তিনি বলেন, চীন ও রাশিয়া বৃহৎ শক্তি। তারাও আমাদের বন্ধু দেশ। এ মানবিক সংকটে তারা যথাযত ভূমিকা পালন করবে বলে আমরা আশাকরি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ মানবিক সংকটে আমাদের সাহায্যের অভাব নেই। ভারত আমাদের প্রতিবেশী দেশ। তারাও আমাদের সাতহাজার টন ত্রাণ সাহায্য দিয়েছে। যার প্রথম চালান আমি নিজেই গ্রহণ করেছি। সাহায্য আমরা পাচ্ছি, আমাদের দেশের ভেতর থেকেও এত সাহায্য আসছে যে এখনও আমাদের সরকারী ত্রাণ ব্যবহারের প্রয়োজন হয়নি।
মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন আদিযুগের বর্ববতাকেও হার মানিয়েছে বলে দাবি করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে সীমাহীন দু:খ দূর্দশা অত্যাচার নির্যাতন নেমে আসছে আমাদের প্রতিবেশী মিয়ানমারের রাখাইন জনগোষ্ঠির রোহিঙ্গাদের উপর।
তিনি বলেন, আজকে তাদের উপর অমানুষিক টর্চার, রেইপ নেমে এসেছে। বর্মি সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন কত বর্বর, কত পাশবিক যা নৌকায় সাগর পাড়ি দেয়া থেকেও ভয়ঙ্কর। মিয়ানমার সেনাবাহিনীর এই অত্যাচার, নিপীড়ন, মানব সভ্যতার ইতিহাসে, এই নিষ্ঠুরতা আদিম সামন্তবাদী সমাজের বর্বরতাকেও হার মানিয়েছে।
কাদের জানান, রোহিঙ্গারা ¯্রােতের মত আসছে। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা দেশে এসেছে। জানি না এ ভার আমরা কি করে বহন করবো। এ বিশাল বোঝা বহন করা সত্যি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
অস¤প্রদায়িক মানবতাবাদী শক্তির নব উথ্যানের আশা প্রকাশ করে সরকারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে দেবী দূর্গার যে চেতনা অসুরিক শক্তির বিরুদ্ধে, সেই অসুরিক শক্তির বিরুদ্ধে অস¤প্রদায়িক মানবতাবাদী শক্তির নব উত্থান ঘটুক, এই দেবী দূর্গা উৎসবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।
কাদের আরও বলেন, আজকে দেশী বিদেশী অসুরিক শক্তির দাপটে সা¤প্রদায়িক সম্প্রীতি বারে বারে আঘাতের সম্মুখিন হচ্ছে। এতে আজকে মাইনরিটিরাই বেশি সাফার করছে।
প্রয়াত দলীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তকে স্বরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্বরণ করছি আপনাদের প্রিয় মানুষ, যার সঙ্গে এখানে এক সঙ্গে আসতাম, এক সঙ্গে অনুষ্ঠানে বক্তব্য রাখতাম সেই শ্রদ্ধাভাজন সুরঞ্জিত সেন গুপ্তকে।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনগুপ্প, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিএল চ্যাটার্জী প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের প্রতি ওবায়দুল কাদের
কেউ আঘাত করলে পাল্টা আক্রমণ করবেন
সা¤প্রদায়িক স¤প্রীতির বাংলাদেশে হিন্দু সমাজের লোকেরা কোন দূর্বৃত্তের ভয়ে পালিয়ে না গিয়ে পাল্টা আক্রমণ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ পরামর্শ দেন। কাদের বলেন, আমি আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের যে কোন সঙ্কটে যে কোন বিপদে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, আমি আপনাদের বলছি যে, আপনারা এই দেশকে নিজেদের দেশ মনে করবেন। এই দেশ যেমন মুসলমান ধর্মালম্বীদের তেমনি এই দেশ হিন্দুদের, এই দেশ বৌদ্ধ-খিষ্ট্রানদের। এই দেশে আমাদের সকলের সমান অধিকার। আপনারা নিজেদেরকে কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাববেন না, আপনারা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মাথা উচু করে দাঁড়াবেন।
দূর্বুত্তদের ভয়ে পালিয়ে দেশ ত্যাগ না করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটা কথা মনে রাখবেন, মাইনোরিটিদের মন্দির ভাঙচুর হয়, বাড়িঘর দখল হয়, তাদের জমি-জমা দখল হয়। এরা কারা? দলীয় পরিচয় ব্যবহার করতে পারে, কিন্তু দূর্বৃত্তের কোন দল নেই। এই দূর্বৃত্তদের আক্রমণের ভয়ে আপনারা আপনাদের মাতৃভূমি ত্যাগ করবেন না।
ওবায়দুল কাদের বলেন, কোন সমস্যা থাকলে আপনারা আমাকে জানাবেন। আমাদের পার্টি অফিসে জানাবেন, পার্টি অফিসের ল্যন্ড ফোন দিয়ে জানাবেন। অভিমান করে রাতের অন্ধকারে দেশ ত্যাগ করবেন না। এটা আপনার দেশ, এটা আপনার দেশ আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবেন।
তিনি বলেন, কাকে ভয় পাবেন? শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে।
আচরণ দিয়ে আওয়ামী লীগ হিন্দুদের সমর্থন পায় দাবি করে কাদের বলেন, সবাই আওয়ামী লীগ করবে, হিন্দু হলে আওয়ামী লীগ করবে, এটা কেমন কথা? তারা কি আমাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, এটা কেউ মনে করবেন না। আওয়ামী লীগকে ভালোবেসে, আওয়ামী লীগ আচরণ দিয়ে হিন্দুদের সমর্থন পায়। তিনি আরও বলেন, ভয় পাবেন না, এ দেশ আপনাদের। মাথা উঁচু করে দাঁড়াবেন। আসুন সা¤প্রদায়িক শক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করি। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গিকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ