Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকার মাদরাসা ছাত্র সিলেটে উদ্ধার

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : ঢাকার উত্তরা এলাকার দুই শিশুকে সিলেট নগরীর শাহপরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে শাহপরান থানা পুলিশ শাহপরান মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে। পুলিশ বলছে, তারা যে মাদরাসায় পড়াশোনা করতো, সেখান থেকে পালিয়ে এসেছে। ওই দুই শিশু হচ্ছে- নাঈম (১৩) ও জাহিদ (১০)। শাহপরান থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, এ দুই শিশুই রাজাধানীর উত্তরাস্থ জামেয়া উলুম মাদরাসার শিক্ষার্থী। সেখান থেকে তারা বাসে করে সিলেটে পালিয়ে আসে। শাহপরান মাজার এলাকায় তাদের ঘুরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। শাহজালাল মুন্সি জানান, মাদরাসায় পড়াশোনা ভালো লাগতো না বলে তারা পালিয়ে আসে। তিনি আরো জানান, দুই শিশুর অভিভাবকদের সাথে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। নাঈমের অভিভাবকরা তাকে নিয়ে গেছেন। জাহিদের অভিভাবকরা তাকে নিতে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকার মাদরাসা ছাত্র সিলেটে উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ