নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে কোন দলকেই এগিয়ে রাখা গেল না। শেষ সেশনে দ্রæত শ্রীলঙ্কার শেষ ৩ উইকেট তুলে নিয়ে বিনা উইকেটে ৬৪ রানে দিন শেষ করেছে পাকিস্তান। এরপরও দিনটি পাকিস্তানের নয়। তার আগেই যে ৪১৯ রানের নিরাপদ স্কোর গড়ে ফেলেছে লঙ্কানরা।
দিনটি ছিল আসলে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের। দল অলআউট হলেও ক্যারিয়ারের নবম শতক তুলে অপরাজিত থেকেছেন ১৫৫ রানে। অধিনায়ক চান্দিমালের প্রথম শতকও এটি। ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে একে একে ৬ সতীর্থের বিদায় নেওয়া দেখেছেন লঙ্কান প্রতিশ্রæত এই মিডিলঅর্ডার।
আবু ধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ৬ উইকেট আর ২২৭ রান হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চান্দিমাল (৬০*) ও নিরোশান ডিকভেলার (৪২*) মধ্যকার জুটি এদিন বিচ্ছিন্ন হয় ১৩৪ মোট রান যোগ করে। উইকেটকিপার ব্যাটসম্যান ডিকভেলা আউট হন ব্যাক্তিগত ৮৩ রানে। কুসল পেরেরাকে নিয়ে ৯২ রানের আরেকটি কার্য়করী জুটিতে নেতৃত্ব দেন চান্দিমাল। এরপর অসহায়ের মত ২৫ রানের ব্যবধানে ৫ সতীর্থকে ফিরে যেতে দেখেন লঙ্কান অধিনায়ক। ৫ উইকেটে ৩৮৭ থেকে ৪১৯ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ৩টি করে উইকেট নেন মোহাম্মাদ আব্বাস ও ইয়াসির শাহ, ২টি নেন হাসান আলী।
জবাবে দুই ওপেনার শান মাসুদ ও সামি আসলাম পাকিস্তানকে দুরুণ সূচনা এনে দেন। মাসুদ ব্যাট করছেন ৩০ রানে, ৩১ রানে আসলাম। এখনো ৩৫৫ রানে পিছিয়ে পাকরা, তবে হাতে আছে পুরো ১০ উইকেট।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৫৪.৪ ওভারে ৫১৯ (চান্দিমাল ১৫৫*, করুনারতেœ ৯৩, ডিকভেলা ৮৩; আব্বাস ৩/৭৫, ইয়াসির ৩/১২০, হাসান আলী ২/৮৮)।
পাকিস্তান ১ম ইনিংস : ২৩ ওভারে ৬৪/০ (মাসুদ ৩০*, আসলাম ৩১*)।
*দ্বিতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ৩৫৫ রানে পিছিয়ে পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।