Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষ সেই বৃষ্টি

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : প্রথম ও দ্বিতীয় রাউন্ডের মত তৃতীয় রাউন্ডেও ১৯তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের প্রধান প্রতিপক্ষের ভুমিকা নিয়েছে বেরসিক আবহাওয়া। চার ম্যাচ মিলে গতকাল খেলা হয়েছে ৮০ ওভারের মত। এর মধ্যে বগুড়া ও রাজশাহীতে একটি বলও মাঠে গড়ায়নি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগ করেছে ৪ উইকেটে ১৩২ রান। ওদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ১১৪ রানে রাজশাহী বিভাগের ৪ উইকেট তুলে নিয়ছে ঢাকা মেট্রো।
বৃষ্টির বাধায় দুটি ম্যাচই শুরু হয় পৌনে এক ঘন্টা পর। টস জিতে ব্যাট বেছে নেওয়া ঢাকা লাঞ্চের আগে হারায় ৩ উইকেট। এরপর আবারো বৃষ্টির হানা। ম্যাচ শুরু হয় সোয়া তিনটার পর। পরে আলোক স্বল্পতার কারণে ৩৯ ওভারেই দিনের ইতি টানা হয়, ঘড়িতে তখন সাড়ে চারটাও বাজেনি। এসময় ৪১ রানে ব্যাট করছিলেন সুভাগত হোম, ২৫ রানে তাইবুর পারভেজ। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন আল-আমিন ও মেহেদী হাসান।
ঢাকা মেট্রো ও রাজশাহীর মধ্যকার ম্যাচের চিত্রও মুটামুটি একই রকম। প্রকৃতির সাথে লুকোচিরর মধ্য দিয়ে খেলা হয়েছে সাকুল্যে ৪১.১ ওভার। টস জিতে বল বেছে নিয়ে ১২ রানেই রাজশাহীর দুই উইকেট তুলে নেয় ঢাকা মেট্রো। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকের ৬৩ রানের জুটিতে সেই ধাক্কা সামলে না উঠতেই আবারো আঘাত হানেন আগের দুই উইকেট শিকারি ডলার মাহমুদ। পরে ফরহাদ হোসেনকে ফেরান আবু হায়দার। সর্বোচ্চ ৫৬ রান আসে মিজানুরের ব্যাট থেকে। ২৯ রান নিয়ে ব্যাট করছেন জুনায়েদ, ৭ রানে ফরহাদ রেজা।
এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচের মত রাজশহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল বিভাগ ও রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাটিও বৃষ্টি ও বাজে আউটফিল্ডের কারণে দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
ঢাকা-খুলনা (১ম স্তর)
ঢাকা ১ম ইনিংস : ৩৯ ওভারে ১৩২/৪ (শাহিদুজ্জামান ৩০, শুভাগত ৪১*, তাইবুর ২৫*; আল-আমিন ২/৩৮, মেহেদী ২/৩৯)।
ঢাকা মেট্রো-রাজশাহী
রাজশাহী ১ম ইনিংস : ৪১.১ ওভারে ১১৪/৪ (মিজানুর ৫৬, জুনায়েদ ২৯*; আবু হায়দার ১/৪৬, ডলার ৩/৩০)।
*বৃষ্টির বাধায় সিলেট-চট্টগ্রাম ও বরিশাল-রংপুরের মধ্যকার খেলা মাঠে গড়ায়নি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ