Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবরেণ্য নারীদের সম্মাননা দিল ‘আমরা কুড়ি’

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষে আমরা কুঁড়ি দেশবরেণ্য নারীদের সম্মাননা প্রদান করেছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহŸায়ক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া, আমড়া কুঁড়ি’র চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা। সম্মাননা প্রাপ্তরা হলেন-নারী ও শিশু প্রতিরোধ নির্যাতন আদালতের জেলা জজ হাসিনা রৌশন জাহান, ফরিদা পারভীন-লালন স¤্রাজ্ঞী, মৌটুসী-কন্ঠশিল্পী, চিত্রনায়িকা পূর্ণিমা, ফারহানা নিশো-মিডিয়া ব্যক্তিত্ব, কস্তুরী মুখার্জী-নৃত্যশিল্পী, শারমীন রিনভী-টিভি সাংবাদিক, হেলেনা জাহাঙ্গীর-নারী উদ্যোক্তা, নুরজাহান বেগম-রতœগর্ভা মা, রেহেনা আক্তার বুলবুল-প্রতিবন্ধী শিক্ষা ক্ষেত্রে, শামীম আরা মুন্নি-সংবাদ পাঠক, ডা. নওশীন শারমীন পূরবী-স্বাস্থ্যসেবা, আশনা হাবীব ভাবনা-অভিনয় শিল্পী (টিভি), প্রিয়াংকা বিশ্বাস ও বেলী কণ্ঠশিল্পী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশবরেণ্য নারীদের সম্মাননা দিল ‘আমরা কুড়ি’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ