Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ সন্ত্রাসী নিহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বন্দর নগরী করাচিতে একটি গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। সিনিয়র পুলিশ সুপারিনন্টেডেন্ট রাও আনোয়ার জানান, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচির সাচাল এলাকায় এসব সন্ত্রাসীর উপস্থিতির ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশ এ অভিযান চালায়। আনোয়ার বলেন, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করলে তারাও পাল্টা গুলি চালায়। এতে ছয় সন্ত্রাসীদের সকলেই নিহত হয়। তিনি জানান, নিহতরা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গ্রæপ আল-কায়েদা ও আইএসের সদস্য। তিনি আরো জানান, তারা মহররম মাসের ১০ তারিখ আশুরার দিন সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল। নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন প্রকৌশলী এবং সে ড্রোন ও অন্যান্য আগ্নেয়াস্ত্র বানাতে পারদর্শী। পুলিশ তাদের ওই গোপন আস্তানা থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ