Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুম্বাইয়ে পদদলিত হয়ে নিহত ২৭

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি স্থানীয় রেলস্টেশনে ফুটওভার ব্রিজে পদদলিত হয়ে ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পারেল রেলওয়ে স্টেশন ও এলফিনস্টোন স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি টিকেট উইনডোতে কাছে এই ঘটনা ঘটে। রেলওয়ের মুখপাত্র জানায়, বৃষ্টির কারণে একইসঙ্গে চারটি ট্রেন এসেছিলো। তাড়াহুড়োতে চারজন নারী পড়ে যায়। তখনই আসলে সবাই বিশৃঙ্খল হয়ে পড়ে। পায়ের নিচে চাপা পড়ে প্রাণ হারান ১৫ জন। পুলিশ কর্মকর্তা নিকেত কৌশিক বলেন, আমরা এখনও প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছি। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অনেকে মাটিতে পড়ে আছে, একদমই নড়ছে না। তাদের পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছিলো। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলো। মুম্বাইয়ের ট্রেন যাতায়াতকারীরা এই দুই স্টেশন অনেক ব্যবহার করে। এই ট্রেনে করেই অফিস যাতায়াত করে তারা। তবে কি কারণে এমন হয়েছে জানতে চাইলে এক রেল কর্মকর্তা বলেন, বৃষ্টির কারণে। এখানে দুটি ট্রেন দুই লাইনে আসে। তখন চারটি ট্রেন একসাথে চলে এসেছিলো। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ