মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টার সঙ্গে সংযোগ ছিল এমন প্রায় ২০০টি রুশ-সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। গত বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার কক্ষে হাউস অব রিপ্রেজেন্টিটিভস ইনটেলিজেন্স কমিটির সামনে ব্রিফ করার পর এক বøগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তবে টুইটারের এ পদক্ষেপকে পর্যাপ্ত মনে করছেন না সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট দলীয় সিনেটর মার্ক ওয়ার্নার। টুইটার কর্তৃপক্ষ জানায়, রুশ সংশ্লিষ্ট ৫০০টি ভুয়া ফেসবুক পেজ ও প্রোফাইলের সঙ্গে সরাসরি সংযোগ ছিল এমন ২২টি টুইটার অ্যাকাউন্ট শনাক্ত ও সরিয়ে ফেলা হয়েছে। মার্কিন নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় অন্য কোনওভাবে জড়িত ছিল এমন আরও ১৭৯টি অ্যাকাউন্টও শনাক্ত করার কথিা জানিয়েছে তারা। তবে সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট দলীয় সিনেটর মার্ক ওয়ার্নারের অভিযোগ, কোন রুশ নাগরিকরা এসব মাধ্যম ব্যবহার করেছে সে ব্যাপারে টুইটার কর্মকর্তারা উত্তর দিতে পারেননি এবং এর সঙ্গে এখনও বিদেশি প্রভাব জড়িত আছে। ওয়ার্নারের দাবি, এ ইস্যুটি কতটা গুরুতর তা টুইটার কর্তৃপক্ষ এখনও যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি। রয়টার্স।
বাগদাদির নতুন অডিও প্রকাশ আইএসের
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট গ্রæপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে যে বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদির। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি। এর আগে অন্তত এক বছর আগে বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিলো। গুঞ্জন উঠেছিলো যে বাগদাদী মারা গেছেন। সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সা¤প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে। প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি স¤প্রতি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।