Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রুশ-মার্কিন সম্পর্কের অবনতি ঘটাবেন না

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সামরিক পর্যবেক্ষণ বিমান উড্ডয়নকে কেন্দ্র করে আমেরিকা ও রাশিয়ার মধ্যে বিরাজমান সম্পর্কের আরো অবনতি না ঘটানোর জন্য ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ওয়াশিংটন দাবি করেছে, উন্মুক্ত আকাশ বা ওপেন স্কাই চুক্তি লঙ্ঘন করেছে মস্কো। ব্যাল্টিক সাগর তীরবর্তী রুশ ছিটমহল কালিনিগ্রাদের আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক পর্যবেক্ষণ বিমান উড্ডয়নে মস্কো বাধা দিয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। আর এ প্রেক্ষাপটে রাশিয়ার জন্য বাধা নিষেধ আরোপ করার পরিকল্পনা আমেরিকা করছে বলেও ঘোষণা করা হয়। রুশ পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাখারোভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন নতুন কোনো বাধা নিষেধ আরোপ করলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। রুশ-মার্কিন সামরিক বাহিনীর মধ্যে আস্থা সৃষ্টির জন্য ওপেন স্কাই বা উন্মুক্ত আকাশ চুক্তি করা হয়েছে। এর আওতায় দু’দেশের সামরিক পর্যবেক্ষক বিমানকে শর্ত সাপেক্ষে উভয় দেশের ওপর দিয়ে ওড়ার অনুমতি দেয়া হয়। আরটি।

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৭ সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাবের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে গাড়িবোমা ও বন্দুক হামলা চালানো হয়েছিল। গতকাল শুক্রবার আল-শাবাব এ তথ্য জানিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা হামলার বিষয়টি স্বীকার করেছেন। আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘাঁটি ও আশেপাশের এলাকা তারা দখল করেছে। আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, ফজরের নামাজের পর দুই মুজাহিদ ব্যারিরে সামরিক ঘাঁটিতে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায়। আমরা ১৭ সেনাকে হত্যা করেছি এবং সাতটি কৌশলগত যান জব্দ করেছি। ওই মুখপাত্র দাবি করেছেন, অন্য সেনারা জঙ্গলে পালিয়ে গেছে। আমরা এখন ঘাঁটি ও গ্রামটির নিয়ন্ত্রণ নিয়েছি। ব্যারিরে ঘাঁটিটি লোয়ার শ্যাবেলি অঞ্চলে অবস্থিত। ওই এলাকার উপ-গভর্নর আলি নূর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতের কোনো সংখ্যা জানাননি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ